প্রথম দিনের নিলামে কারা এলেন KKR-এ, কেমন হবে কলকাতার প্রথম একাদশ, রইল বিস্তারিত

বাংলা হান্ট ডেস্ক: ভারত তথা বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। পাশাপাশি, শুরু হয়ে গেছে নিলামও। যেখানে পছন্দের খেলোয়াড়দের দলে নিতে মরিয়া হয়ে উঠেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। স্বাভাবিকভাবেই কলকাতার টিমেও চলছে রদবদল।

এমনিতেই নাইট রাইডার্সের একজন অধিনায়ক দরকার ছিল। প্রথম দিনের নিলামে সেই পথেই হেঁটেছেন কর্মকর্তারা। গত শনিবারে অনুষ্ঠিত হওয়া নিলামে দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ারকে একপ্রকার ছিনিয়ে নেয় কলকাতা।

স্বাভাবিকভাবেই, দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন অধিনায়ককে দলে পেয়ে খুশিই হবেন কিং খান। তবে, প্রথম দিনের নিলামের পর কলকাতার টিমের বর্তমান পরিস্থিতি ঠিক কি এবং প্রথম একাদশই বা কেমন হতে পারে? এই প্রতিবেদনে তা নিয়েই বিস্তারিত তথ্য তুলে ধরা হল।

শনিবারের নিলাম শেষে আপাতত কলকাতার ঘরে রয়েছেন মোট ন’জন ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী এবং ভেঙ্কটেশ আয়ার। তবে, দলে ওপেনার হিসাবে ভেঙ্কটেশ থাকলেও দ্বিতীয় ওপেনার কে হবেন তা এখনও পরিষ্কার নয়।

এদিকে, নীতিশ রানাকে ৮ কোটি টাকা দিয়ে ফের দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এক্ষেত্রে, তিন নম্বরে খেলতে পারেন তিনি। দলের প্রয়োজনে ওপেনও করতে পারেন নীতিশ। তবে, চার নম্বরে শ্রেয়সের জায়গা একদম পাকা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। চলতি বছরের নিলামে ১২ কোটি ২৫ লক্ষ টাকার বিনিময়ে তাঁকে দলে এনেছে কলকাতা।

পাশাপাশি, উইকেটরক্ষক হিসাবে এর আগে দীনেশ কার্তিক এই দায়িত্ব সামলালেও এখনও অবধি শেল্ডন জ্যাকসন ছাড়া কাউকে নেয়নি নাইট রাইডার্স। রবিবারের নিলামে অন্য কাউকে না নিলে স্বাভাবিকভাবেই তিনিই খেলতে পারেন। বিধ্বংসী ব্যাটসম্যান এবং অলরাউন্ডার রাসেল ও নারাইন ছয় এবং সাত নম্বরে খেলতে পারেন।

Sunil Narine

তবে, পেস বোলিংয়ের ক্ষেত্রে কেকেআর-এ রয়েছেন এখনও অবধি দুই পেসার, প্যাট কামিন্স (৭.২৫ কোটি) এবং শিবম মাভি (৭.২৫ কোটি)। পাশাপাশি, গত মরশুমে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্সের জন্য এবং নারাইনের সঙ্গী হিসেবে বরুণ চক্রবর্তীকে ৮ কোটি টাকা দিয়ে দলে রেখেছে কলকাতার টিম ম্যানেজমেন্ট। প্রসঙ্গত উল্লেখ্য, নিলামের মাধ্যমে মোট ২৫ জন ক্রিকেটারকে নিতে পারবে এক একটি দল। প্রথম দিনের নিলাম শেষে কলকাতার হাতে রয়েছে ১২ কোটি ৬৫ লক্ষ টাকা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর