বাংলাহান্ট ডেস্ক : অবসর নিতে চলেছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি (Chief Justice of India) সঞ্জীব খান্না। তাঁর পর আগামী প্রধান বিচারপতি হিসেবে কে বসতে চলেছেন শীর্ষ আদালতে? তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা। যে নামটা উঠে আসছে তা হল ভূষণ রামকৃষ্ণ গাভাই ওরফে বি আর গাভাই। জানা যাচ্ছে, বর্তমান প্রধান বিচারপতি (Chief Justice of India) সঞ্জীব খান্না তাঁর নাম সুপারিশ করেছেন কেন্দ্রের কাছে। সরকারের তরফে অনুমোদন পেলেই দেশের ৫১ তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন বি আর গাভাই।
সুপ্রিম কোর্টের পরবর্তী পরবর্তী বিচারপতির (Chief Justice of India) নাম সুপারিশ
আগামী ১৩ ই মে অবসর নেবেন বর্তমান প্রধান সুপ্রিম বিচারপতি (Chief Justice of India) সঞ্জীব খান্না। নিয়ম অনুযায়ী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে থাকাকালীন নিজের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুপারিশ করতে হয় কেন্দ্রীয় সরকারের কাছে। সরকারের তরফে সবুজ সংকেত এলেই পরবর্তী প্রধান বিচারপতি (Chief Justice of India) হয়ে আসেন নাম সুপারিশ করা ব্যক্তি। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সুপারিশ করেছেন বিচারপতি বি আর গাভাই এর নাম। কেন্দ্রীয় সরকার যদি অনুমোদন দেয় তাহলে আগামী ১৪ ই মে পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করবেন বি আর গাভাই।
মাত্র ছয় মাসের মেয়াদ হবে: কেন্দ্রের অনুমোদন মিললে বিচারপতি বি আর গাভাই হবেন দেশের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি। প্রথম ছিলেন বিচারপতি কে জি বালাকৃষ্ণন, যিনি ২০০৭ সালে প্রধান বিচারপতি (Chief Justice of India) হিসাবে দায়িত্ব পেয়েছিলেন। তবে প্রধান বিচারপতির আসনে বসলেন মাত্র ছয় মাসই মেয়াদ হবে বিচারপতি গাভাই এর। কারণ চলতি বছরের নভেম্বর মাসেই অবসর নিতে চলেছেন তিনি।
আরো পড়ুন : স্বামী স্ত্রীর কথা কাটাকাটি চরমে, স্ত্রীর সঙ্গে ৮ মাসের গর্ভস্থ সন্তানকে হত্যা ব্যক্তির!
বিচারপতির কর্মজীবনের সূত্রপাত: ১৯৮৫ সালে কাজ শুরু করেন বিচারপতি বি আর গাভাই। ব্যারিস্টার রাজা ভোঁসলের অধীনে কাজ শুরু করেছিলেন তিনি। ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্র্যাকটিস করেছেন তিনি, তাঁর অধিকাংশ মামলাই থাকত বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে। সাংবিধানিক এবং প্রশাসনিক আইন সংক্রান্ত মামলা দেখতেন তিনি।পরে সহকারী সরকারি কৌঁসুলি এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে তিনি দায়িত্ব পান নাগপুর বেঞ্চে। ২০০৫ সালে বম্বে হাইকোর্টের বিচারপতি হন বি আর গাভাই।
আরো পড়ুন : বিচার বিভাগ থেকে পুলিশ সবেতেই ‘লাস্ট’, ভারতের সবথেকে পিছিয়ে থাকা রাজ্য বাংলা, বাকি কে কোথায়? দেখুন তালিকা
সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে তিনি কাজ শুরু করেন ২০১৯ সালে। কেন্দ্রীয় সরকারের নোটবন্দির সিদ্ধান্ত বহাল রাখা থেকে নির্বাচনী বন্ড অসাংবিধানিক ঘোষণার রায়, উত্তরপ্রদেশের বুলডোজার শাসন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের অংশ ছিলেন বিচারপতি বি আর গাভাই।