পথ দেখাচ্ছে ভারত : মোদি সরকারের আরোগ্য সেতু’র মতই অ্যাপ তৈরি করছে WHO

বাংলাহান্ট ডেস্কঃ ভারত ( india) সরকারের আরোগ্য সেতু (arogya setu) অ্যাপ এর মতই একটি নতুন অ্যাপ তৈরি করতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। করোনা ভাইরাস ছড়িয়ে পড়তেই মোদি সরকার ( Modi government) করোনা মোকাবিলায় এনেছিল আরোগ্য সেতু অ্যাপ। যা ইতিমধ্যেই বেশ কার্যকরী প্রমাণিত হয়েছে, এবার সেই অ্যাপের অনুকরণ করল WHO.

who 2

   

রয়টার্সের খবর অনুযায়ী, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটি অ্যাপ্লিকেশন চালু করতে চলেছে, যা ভারতের আরোগ্য সেতুর মতই ব্লুটুথ দ্বারা করোনাভাইরাস সংক্রামিত লোকদের ট্র্যাক করতে সক্ষম হবে। অ্যাপ্লিকেশনটি মানুষকে তাদের রোগের লক্ষণগুলির পাশাপাশি সেই থেকে নিরাপদ থাকার উপায় সম্পর্কে জিজ্ঞাসা করবে।

https://www.instagram.com/tv/B_4uPqiJ5DD/?igshid=p02oqxf9w47i

ভারত সরকার এই আরোগ্য সেতু অ্যাপ এর মাধ্যমে করোনা আক্রান্ত ব্যক্তিদের খুব সহজেই চিহ্নিত করা সম্ভব । করোনার মহামারী এড়াতে এবং সুরক্ষার জন্য আরোগ্য সেতু অ্যাপটি কয়েক দিন আগে চালু করা হয়েছিল। মাত্র এক সপ্তাহের মধ্যে সরকার প্রকাশিত এই অ্যাপ্লিকেশনটি দুই কোটিরও বেশি মানুষ ডাউনলোড করেছেন। ১৩ দিনে ছাড়িয়েছে ৫০ মিলিয়নের সংখ্যা।

https://www.instagram.com/tv/B_4Fn1fpFby/?igshid=1ncyhjhpdppmc

স্মার্টফোনের মাধ্যমে এটি যুক্ত করা থাকবে। স্মার্টফোনের লোকেশন অন করে ব্লুটুথ এবং ডেটা অন করলে এই অ্যাপ কাজ করা শুরু করে দেবে। কোন ব্যক্তি কোথাও কোন করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এই অ্যাপ মারফত জানা যাবে। আবার কোন সুস্থ ব্যক্তির ৬ ফুটের মধ্যেও যদি কোন করোনা আক্রান্ত ব্যক্তি আসেন, তাহলেও এই অ্যাপ তাঁর কাজ করা শুরু করে দেবে।

https://www.instagram.com/tv/B_zXk52phz3/?igshid=2ledub3rdcd3

আরোগ্য সেতু ব্যবহারকারী “হাই রিস্ক জোনে” থাকেন তাহলে সেই অ্যাপ পরামর্শ দেবে এখনি করোনা আছে কি না পরীক্ষা করানোর জন্য। পাশাপাশি  করোনা ভাইরাস থেকে দূরে থাকার জন্য কী কী পদ্ধতি অবলম্বন করে চলতে হবে সেই সম্পর্কে তথ্য দেবে এই অ্যাপ। তবে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে চালনা করা হবে। কোন ব্যক্তির তথ্যই তৃতীয় কোন ব্যক্তিকে দেওয়া হবে না। জনস্বার্থের কথা ভেবেই এই প্রক্রিয়াটি বানানো হয়েছে।

সম্পর্কিত খবর