বাংলাহান্ট ডেস্ক : শুধুমাত্র বড়পর্দার প্রতিষ্ঠিত নায়িকাদের নিয়ে নয়, ছোটপর্দার পরিচিত মুখদের নিয়েও ছবি তৈরি করেন দেব। নিজের প্রযোজনা সংস্থা খোলার পর থেকে টেলিভিশনের একাধিক নায়িকাকে ছবিতে লঞ্চ করেছেন তিনি। এই তালিকায় নবতম সংযোজন ইধিকা পাল (Idhika Paul)। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘খাদান’ ছবিতে দেবের নায়িকা হয়েই শোরগোল ফেলে দিয়েছেন তিনি। অনেকের মতোই দেব ইধিকার অনস্ক্রিন রসায়ন কার্যত দুর্দান্ত।
টলিউডে ডেবিউ করেছেন ইধিকা (Idhika Paul)
খাদান অবশ্য ইধিকার (Idhika Paul) প্রথম ছবি নয়। বড়পর্দায় তাঁর ডেবিউ হয় বাংলাদেশি ছবির হাত ধরে। শাকিব খানের ‘প্রিয়তমা’ রূপে সিনেমার সফর শুরু করেন ইধিকা (Idhika Paul)। তবে টলিউডে খাদান-ই তাঁর প্রথম ছবি। আর ডেবিউ ছবিতেই দর্শকদের মনে ঝড় তুলতে সক্ষম হয়েছেন ‘কিশোরী’। নেটিজেনরা আগ্রহী হয়ে উঠেছেন ইধিকার ব্যক্তিগত জীবন নিয়ে।
সিরিয়াল দিয়ে শুরু সফর: ছোটপর্দা দিয়ে অভিনয় সফর শুরু ইধিকার (Idhika Paul)। ‘রিমলি’ সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করে বেশ সাড়া ফেলেছিলেন তিনি। তবে সিরিয়ালটি বেশিদিন চলেনি। এরপর ‘পিলু’ ধারাবাহিকে প্রথমে নেগেটিভ এবং তারপর পজিটিভ চরিত্রে অভিনয় করেন ইধিকা (Idhika Paul)। অভিনয় দিয়ে নায়িকাকেই ছাপিয়ে গিয়েছিল তাঁর চরিত্রটি। সে সময়ে তাঁর নামের সঙ্গে অভিনেতা জন ভট্টাচার্যের নাম জড়িয়ে গুঞ্জন উঠেছিল।
আরো পড়ুন : ছোট্ট সুইমসুটে হলুদ পরী, বালি নিয়ে খেলতে ব্যস্ত ইয়ালিনী, বছর শেষে কোথায় গেলেন রাজ-শুভশ্রী?
ইধিকার মনের মানুষ কে: তবে রিমলির নায়কের সঙ্গে যে তিনি প্রেম করছেন না সেটা স্পষ্ট করে দিয়েছিলেন ইধিকা (Idhika Paul)। তবে তাঁর জীবনে মনের মানুষটি কে? টলিপাড়ার গুঞ্জন বলছে, ইদানিং তারকা ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে প্রায়ই এদিক ওদিক দেখা যাচ্ছে ইধিকাকে (Idhika Paul)। সম্প্রতি হিমাচলেও ঘুরতে গিয়েছিলেন তাঁরা। সঙ্গে যদিও ছিল অন্য বন্ধুবান্ধব। তবে তাঁদের যুগল ছবি বেশ সাড়া ফেলেছে নেট পাড়ায়।
আরো পড়ুন : বছর কাঁপাল হরর-কমেডি, ২৬ টি ফ্লপ নিয়ে ১২ বছর পর রেকর্ড বলিউডের! কত আয় হল ২০২৪-এ?
এখনো পর্যন্ত অবশ্য এ বিষয়ে মুখ খোলেননি ইধিকা বা তথাগত কেউই। এর আগে একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে ফটোগ্রাফারের। অন্যদিকে ইধিকা আপাতত ব্যস্ত খাদান এর সাফল্য উপভোগ করতে।