বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় টেলিভিশন জগতে শুধু সিরিয়ালই নয়, নন ফিকশন বা রিয়েলিটি শোয়েরও বহুল জনপ্রিয়তা। আর নন ফিকশন শোয়ের প্রসঙ্গ উঠলে যে শোয়ের কথা না বললেই নয় সেটা হল ‘বিগ বস’ (Bigg Boss)। এক দশকেরও বেশি সময় ধরে রমরমিয়ে চলছে এই রিয়েলিটি শো। সিজনের পর সিজন ধরে জনপ্রিয়তা শুধুই বাড়ছে। এখনো টিআরপি তালিকায় প্রথম দিকে জায়গা পায় বিগ বস।
অন্যতম জনপ্রিয় শো বিগ বস (Bigg Boss)
বিগ বসের এত বিপুল জনপ্রিয়তার নেপথ্যে অন্যতম কারণ সলমন খান। তাঁর সঞ্চালনা এই শোকে অন্য মাত্রা দেয়। প্রত্যেক সিজনেই প্রতিযোগীদের সঙ্গে বেশ মিশে যেতে পারেন তিনি। দ্বিতীয়ত, বিগ বসের (Bigg Boss) বিতর্ক শোয়ের জনপ্রিয়তার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। প্রতি সিজনেই কোনো না বিতর্কের কারণে চর্চায় উঠে আসে এই শো। এছাড়াও নতুন নতুন সিজনের নতুন নতুন থিম, সেট, প্রতিযোগীদের তালিকাও আগ্রহ জাগায় দর্শকদের মনে।
বিগ বসের কণ্ঠের নেপথ্যে রয়েছে কে: পাশাপাশি বিগ বস এর বিষয়ে আরো একটি কথা না বললেই নয়। এই শোয়ের একেবারে প্রথম থেকে একটি বিষয় কিন্তু অপরিবর্তিত ভাবে জুড়ে রয়েছে। তা হল ‘বিগ বস’ (Bigg Boss) এর কণ্ঠস্বর। ‘বিগ বস চাহতে হ্যায়’… একথা তো প্রায় প্রত্যেক পর্বেই শোনা যায়। তবে শোনা যায় শুধু কণ্ঠস্বরটাই। নেপথ্যের ব্যক্তিকে দেখা যায়নি কখনো।
আরো পড়ুন : কুমার বংশ থেকেই আসবে “পরবর্তী সুপারস্টার”! এই স্টারকিডকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন রাজেশ খান্না
কত পারিশ্রমিক পান বিগ বস: কে এই বিগ বস (Bigg Boss)? একথা জানার আগ্রহ দর্শকদের দীর্ঘদিনের। তবে জানিয়ে দিই, বিগ বস (Bigg Boss) কিন্তু একজন নন, দুজন। তাঁরা হলেন বিজয় বিক্রম এবং অতুল কাপুর। গম্ভীর কণ্ঠে ‘বিগ বস চাহতে হ্যায়’ বলে থাকেন অতুল কাপুর। অন্যদিকে কোন পর্বে কী হয়েছিল, কোনো ঘটনার বিবরণ দেন বিজয় বিক্রম।
আরো পড়ুন : বাংলাদেশের “ভাঁড়ে মা ভবানী”, সীমান্ত পেরিয়ে ফসল কেটে পালাচ্ছে “চোর”-এর দল! নতুন চিন্তা BSF-এর
রিপোর্ট অনুযায়ী, এক একটি সিজনে কণ্ঠস্বর দেওয়ার জন্য ৫০ লক্ষ টাকা পারিশ্রমিক পান অতুল কাপুর। তবে বিজয় বিক্রমের পারিশ্রমিকটা তাঁর থেকে অনেকটাই কম। প্রতি সিজনে ১০-২০ লক্ষ টাকা পান তিনি। ক্যামেরার নেপথ্যে থেকে বিগ বসের কণ্ঠ হয়ে উঠেছেন তাঁরা।