ইঞ্জিনিয়ার ছেড়ে হয়ে যান সাংবাদিক, ইউটিউবের মনীশের আয় জানলে চমকে যাবেন

বাংলাহান্ট ডেস্ক: সম্প্রতি তামিলনাড়ুতে বিহারের কিছু পরিযায়ী শ্রমিককে মারধরের একটি ভিডিও সামনে আসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এটি প্রথমে আপলোড করেছিলেন ইউটিউবার মনীষ কাশ্যপ (Manish Kashyap)। নিজের চ্যানেল ‘সচ তক’-এ ভিডিওটি আপলোড করেছিলেন তিনি। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, ভিডিওটি আসলে ভুয়ো। এরপর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে তদন্ত চালু করে পুলিশ।

মনীষের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানো, উস্কানিমূলক মন্তব্য এবং দুই রাজ্যের মধ্যে হিংসা ছড়ানোর চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন মনীষ। তবে অবশেষে গত শনিবার আত্মসমর্পণ করেছেন এই ইউটিউবার। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করছে ইকোনমিক অফেন্স টিম। মনীষের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন বিতর্কিত ভিডিও আপলোড করার অভিযোগ রয়েছে। এগুলি থেকে কোটি কোটি ভিউ এবং অর্থ রোজগার করেন তিনি।

manish kashyap

কে এই মনীষ কাশ্যপ? জানিয়ে রাখি, এটি তাঁর আসল নাম নয়। ইউটিউবে নিজের ছদ্মনাম ব্যবহার করেন এই ব্যক্তি। মনীষের আসল নাম ত্রিপুরারি কুমার তিওয়ারি। বিহারের পশ্চিম চম্পারণ জেলার একটি ছোট্ট গ্রামে তাঁর জন্ম। মনীষের বাবা উদিত কুমারত তিওয়ারি ভারতীয় সেনায় কর্মরত। গ্রামেই প্রাথমিক স্তরের পড়াশোনা শেষ করে মনীষ মহারাষ্ট্রে আরও পড়াশোনার জন্য যান। ২০১৬ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করেন পুণের সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয় থেকে। 

পড়াশোনা শেষ করে চাকরি করার বদলে তিনি ফিরে যান গ্রামে। ইঞ্জিনিয়ারিংয়ে চাকরি না করে তিনি সাংবাদিকতা করতে শুরু করেন। তবে কোনও প্রতিষ্ঠানের হয়ে নয়, ফেসবুক ও ইউটিউবে ভিডিওর মাধ্যমে আশেপাশের খবর বলতে শুরু করেন তিনি। সরকারের ভুল সিদ্ধান্ত এবং দুর্নীতির উপর ভিডিও বানাতে শুরু করেন মনীষ। এই সময়েই ইউটিউবে ‘সচ তক’ নামে একটি চ্যানেল খোলেন তিনি। ২০১৯ সালে সরকারি মেডিক্যাল কলেজে স্থাপিত রাজা এডওয়ার্ড ৭-এর মূর্তি ভেঙে দেওয়া হয়।

manish kashyap arrest

এই কাজে মনীষের হাত ছিল বলে জানা যায়। তখন থেকেই খবরের শিরোনামে চলে আসেন এই ইউটিউবার। ইনস্টাগ্রামে তাঁকে ফলো করেন ১.১৬ লক্ষ মানুষ। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা ৬৩ লক্ষেরও বেশি। ফেসবুকেও তাঁর ৪ কোটি ফলোয়ার রয়েছে। ইউটিউবের মাধ্যমেই সাংবাদিকতা করেন মনীষ। সেখান থেকে লক্ষ লক্ষ টাকা আয় করেন এই ইউটিউবার। জানা গিয়েছে, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪২ লক্ষ টাকা রয়েছে। 

এছাড়াও দিল্লি এবং পটনা সহ দেশের একাধিক শহরে তাঁর সম্পত্তি রয়েছে। মনীষের প্রধান রোজগার হয় তাঁর সংস্থা এবং গুগল অ্যাড সেন্স থেকে। এছাড়াও ভিডিও এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে আয় হয় তাঁর। ভিডিও, ভিউ এবং অ্যাড থেকে মনীষের আয় হয় ১০ লক্ষ থেকে ১৯.৩২ লক্ষ টাকা। সূত্রের খবর, মনীষের মোট সম্পত্তির পরিমাণ ৬৩ লক্ষ টাকা।

Subhraroop

সম্পর্কিত খবর