বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দার অভিনেতা অভিনেত্রীদের এখন বড় পর্দায় ঝোঁকার প্রবণতা বাড়ছে। আগের থেকে টেলিভিশনের নায়ক নায়িকাদের সিনেমায় সুযোগ পাওয়ার হার বেড়েছে। আর এবার সৃজিত চট্টোপাধ্যায়ের আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’তে সকলকে ছাপিয়ে জায়গা করে নিলেন ছোটপর্দার ‘সূর্য’ ওরফে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyajyoti Dutta)। ছবিতে শ্রীচৈতন্যদেবের ভূমিকায় অভিনয় করবেন তিনি।
সৃজিতের ছবিতে গৌরাঙ্গ দিব্যজ্যোতি (Dibyajyoti Dutta)
বেশ অনেকদিন ধরেই এই ছবির গুঞ্জন শোনা যাচ্ছিল। ২০২১ এ হওয়ার কথা ছিল ছবির শুটিং। কিন্তু তারিখ পেছোতে পেছোতে এসে পৌঁছেছে ২০২৫ এ। আগে এই ছবিতে শ্রীচৈতন্যদেব হিসেবে দুটি নাম উঠে আসছিল। যিশু সেনগুপ্ত এবং পরমব্রত চট্টোপাধ্যায়, বড়পর্দার এই দুটি নাম নিয়ে ভাবনাচিন্তা করছিলেন সৃজিত। কিন্তু তাঁদের টপকে সুযোগ ছিনিয়ে নিলেন দিব্যজ্যোতি (Dibyajyoti Dutta)। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেতা বলেন, এ তাঁর জীবনের বাড়তি পাওনা। সৃজিত যখন তাঁকে ফোন করেন, প্রথম ২ সেকেন্ড কিছু শুনতেই পাননি। তারপর নিজেকে সামলে কথা বলেন দিব্যজ্যোতি।
দুটি ভিন্ন চরিত্র: ছোটপর্দো এখনো রমরমিয়ে চলছে ‘অনুরাগের ছোঁয়া’।এদিকে জুন মাস থেকেই শুরু হতে চলেছে ছবির শুটিং। সিরিয়াল শেষ হওয়ার কোনো আপডেট না থাকলেও দিব্যজ্যোতি (Dibyajyoti Dutta) বলেন, সমান্তরাল ভাবে দুটি ভিন্ন ধারার চরিত্রে একসঙ্গে অভিনয় করা যেকোনো অভিনেতার কাছেই কাম্য। আর তিনিও চ্যালেঞ্জিং কাজ করতেই পছন্দ করেন। নিজের সবটা দিয়েই চেষ্টা করবেন বলে জানিয়েছেন অভিনেতা।
আরো পড়ুন : স্বয়ং মুখ্যমন্ত্রী দেখেন এই সিরিয়াল! তবুও ‘চিরসখা’র ভবিষ্যৎ নিয়ে চিন্তায় লীনা, কেন?
কেন বাছা হল অভিনেতাকে: ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন দিব্যজ্যোতি (Dibyajyoti Dutta)। একদিকে চরিত্রের জন্য ওজন কমাচ্ছেন, সপ্তাহে দুদিন নিরামিষ খাচ্ছেন। অন্যদিকে শ্রীচৈতন্যদেবকে নিয়ে পড়াশোনাও শুরু করেছেন তিনি। এখনো তিনি যিশুর গৌরাঙ্গ চরিত্রটি দেখেন বলেও জানিয়েছেন। ইতিমধ্যেই দোলের দিন ঘিয়ে পাঞ্জাবি, কপালে তিলক কাটা দিব্যজ্যোতিকে দেখে অনেকেই মনে করেছেন, এই চরিত্রের জন্য তিনিই আদর্শ। কিন্তু বড়পর্দার অভিনেতাদের ছেড়ে দিব্যজ্যোতিকেই (Dibyajyoti Dutta) কেন বেছে নেওয়া হল?
আরো পড়ুন: এই অভিনেত্রীই সায়ন্তর চতুর্থ “শিকার”! ভাইরাল ভিডিওতে বিতর্ক বাড়তেই বিষ্ফোরক নায়িকা
প্রযোজক রানা সরকার বলেন, ‘শ্রী শ্রী চৈতন্য ভাগবত’এ মহাপ্রভুর বর্ণনার সঙ্গে দিব্যজ্যোতির চেহারা অনেকটাই মিলে যায়। তাছাড়া ছবিতে চৈতন্যদেবকে ২৪ থেকে ৪৮ বছর বয়স পর্যন্ত দেখানো হবে। কিন্তু শুটিং পিছিয়ে যাওয়ার ফলে যিশু বা পরমব্রতকে আর ২৪ বছরের দেখানো সম্ভব নয়। অন্যদিকে দিব্যজ্যোতির বয়স এখন ২৪ বছর। মেকআপ দিয়ে বয়স বাড়িয়েও নেওয়া যাবে। তাই সবদিক থেকে তিনিই আদর্শ পছন্দ।