ট্রাম্পের ক্যাবিনেটে আরও এক ভারতীয় বংশোদ্ভূত, FBI-এর নয়া ডিরেক্টর হলেন কাশ প্যাটেল, চমকে দেবে পরিচয়

বাংলাহান্ট ডেস্ক : মার্কিন প্রেসিডেন্টের পদে নতুন করে কামব্যাক করেই প্রশাসনে একের পর এক ভারতীয় মুখকে জায়গা করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার নতুন প্রেসিডেন্টের ক্যাবিনেটে যুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল। এফবিআই এর ডিরেক্টর পদে যোগ দিতে চলেছেন তিনি। ট্রাম্পের (Donald Trump) বেছে নেওয়া এই নতুন ক্যাবিনেট সদস্যের পরিচয় জানেন?

ট্রাম্পের (Donald Trump) নির্বাচিত কে এই কাশ প্যাটেল

কাশ প্যাটেলের পুরো নাম কাশ্যপ প্রমোদ প্যাটেল। তাঁর বাবা উগান্ডা এবং মা তানজানিয়ার নাগরিক। তবে কাশের জন্ম এবং বেড়ে ওঠা দুটোই মার্কিন যুক্তরাষ্ট্রে। যদিও কাশ্যপ ভারতীয় বংশোদ্ভূত, গুজরাটের সঙ্গে যোগ রয়েছে তাঁর পরিবারের। নিউ ইয়র্কে পড়াশোনা শেষ করার পর ফ্লোরিডায় কর্মজীবন শুরু করেন তিনি।

Who is Donald Trump new fbi director kash patel

দীর্ঘ কর্মজীবন কাশের: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনিক স্তরে অবশ্য আগে থেকেই পরিচিতি রয়েছে কাশের। প্রথমে স্টেট পাবলিক ডিফেন্ডার হিসেবে আইনজীবীর কর্মজীবন শুরু করেন তিনি। এরপর ফেডেরাল পাবলিক ডিফেন্ডার হিসেবে কাজ করেন কাশ। ছিলেন মার্কিন জঙ্গিবিরোধী কমিটির উপদেষ্টা। এছাড়া এনএসসির সিনিয়র ডিরেক্টর পদেও থেকেছেন কাশ প্যাটেল। আর এবার ট্রাম্পের দ্বিতীয় বার শাসনকালে এফবিআই এর ডিরেক্টর হলেন তিনি।

আরো পড়ুন : নয়া ইতিহাস গড়ার পথে ISRO-NASA! ISS মিশনের প্রাথমিক প্রশিক্ষণ সারলেন দুই ভারতীয় মহাকাশচারী

সোশ্যাল মিডিয়ায় বড় ঘোষণা ট্রাম্পের: কাশ প্যাটেলকে প্রশাসনিক পদে অন্তর্ভুক্ত করার ঘোষণা সোশ্যাল মিডিয়ায় সেরেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, কাশ প্যাটেলকে এফবিআই এর পরবর্তী ডিরেক্টর হিসেবে ঘোষণা করতে পেরে তিনি গর্বিত। তিনি আরো লেখেন, কাশ একজন দারুণ আইনজীবী, তদন্তকারী। নিজের সমগ্র কেরিয়ারে বহু দুর্নীতির পর্দা ফাঁস করেছেন তিনি। কাশ মার্কিন নাগরিকদের রক্ষা করেছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প।

আরো পড়ুন : এবার জলপথেই হবে বিপুল লক্ষ্মীলাভ! ফুলেফেঁপে উঠবে ভারতের অর্থনীতি, খুলে গেল নতুন রুট

উল্লেখ্য, ২০১৭ সালে ক্রিস্টোফার রে কে এফবিআই এর ডিরেক্টর পদে দায়িত্ব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এবার কাশের ডিরেক্টর পদে ঘোষণা আপনা থেকেই পরিষ্কার করে ক্রিস্টোফারের বেরিয়ে যাওয়ার বিষয়টা। শোনা যাচ্ছে, নিজেরই নির্বাচন করা ক্রিস্টোফার রে এর উপরে পরে অসন্তুষ্ট হয়ে পড়েছিলেন। সম্ভবত সেই কারণেই সরতে হল তাঁকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর