কয়েকদিনেই জনপ্রিয়তা তুঙ্গে, জেনে নিন ‘গাঁটছড়া’র সাংবাদিক শ্রুতির আসল পরিচয়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টানা কয়েক সপ্তাহ ধরে গোটা বাংলার দর্শকদের মুগ্ধ করে রেখেছে স্টার জলসার ‘গাঁটছড়া’ (Gantchhora)। রেকর্ডধারী বেঙ্গল টপার জি বাংলার ‘মিঠাই’কে হারিয়ে গাঁটছড়াই এখন সেরার সেরা। খড়ি ঋদ্ধির অনস্ক্রিন রসায়ন দর্শকদের আঠার মতো আটকে রেখেছে টিভির সঙ্গে।

সিরিয়ালের (Bengali Serial) গল্প অনুযায়ী, সিংহরায় পরিবারের মেজ পুত্র রাহুল বড় কাণ্ড করে বসে আছে। প্রথমে তো দাদার বিয়ের দিনই কনে দ‍্যুতিকে ফুঁসলে সঙ্গে নিয়ে পালায় সে। ঋদ্ধি বাধ‍্য হয় মেজ বোন খড়িকে বিয়ে করতে। এদিকে দ‍্যুতির সঙ্গে দিনের পর দিন ভালবাসার নাটক করার পর এখন অন‍্য মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হচ্ছে রাহুলের। বিপদ বেড়েছে যখন দ‍্যুতি খড়িকে এসে জানায়, সে রাহুলের সন্তানের মা হতে চলেছে!


কিন্তু খড়ি যত রকম ভাবেই চেষ্টা করুক না কেন, নিজের ভাইকে খলনায়ক মানতে নারাজ ঋদ্ধি। তাই এবার তাঁকে ছদ্মবেশ পরিয়ে রাহুলের বিরুদ্ধে ফাঁদ পাতে খড়ি। তাদের সাহায‍্য করতে রাজি হয় সাংবাদিক শ্রুতিও। ঋদ্ধি খড়ির সঙ্গে সেও জোট বাঁধে রাহুলের কুকীর্তি ফাঁস করার জন‍্য।

https://www.instagram.com/reel/Cbeq5f-DX8G/?utm_medium=copy_link

সাংবাদিক শ্রুতি চরিত্রাভিনেত্রী খুব কম সময়েই দর্শকদের মন জয় করে নিয়েছেন। তাঁর আসল নাম সুনন্দা চক্রবর্তী (Sunanda Chakraborty)। বেশ নামী মডেল তিনি। বনগাঁর মেয়ে সুনন্দা কর্মসূত্রে এখন কলকাতার বাসিন্দা। সোশ‍্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন সুনন্দা।


মূলত মডেলিংয়ের ছবি, ভিডিও শেয়ার করেন তিনি ইনস্টাগ্রামে। বেশিরভাগই ব্রাইডাল লুকে দেখা যায় তাঁকে। সুনন্দার ইনস্টা হ‍্যান্ডেল ভর্তি রিল ভিডিওতে। তাঁর কাছে অনুগামীর সংখ‍্যা ৯৩ হাজারেরও বেশি। আর গাঁটছড়াতে মুখ দেখানোর পর থেকে তো লাফিয়ে লাফিয়ে বাড়ছে অনুরাগীর সংখ‍্যা।

সম্পর্কিত খবর

X