গ্রামের মেয়ে শহরের ছেলের দুষ্টুমিষ্টি গল্প, ‘পরিণীতা’র নায়িকা পারুলকে চেনেন?

বাংলাহান্ট ডেস্ক : আর দিন কয়েক পরেই জি বাংলার পর্দায় সফর শুরু করতে চলেছে ‘পরিণীতা’ (Porineeta)। সাহিত্যে, সিনেমায় ব্যবহৃত বহুল পরিচিত নাম এবার সিরিয়ালে। যদিও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস বা টলিউডের সিনেমা, কোনোটার সঙ্গেই মিল নেই এই সিরিয়ালের। বরং বাংলা ধারাবাহিকের ধারা মেনেই এখানেও নায়িকা গ্রামের মেয়ে, নায়ক শহরের ছেলে এবং কালক্রমে তৈরি হবে ত্রিকোণ প্রেম। যদি নায়ক নায়িকার চরিত্রাভিনেতাদের ক্ষেত্রে রয়েছে চমক।

পরিণীতার (Porineeta) নায়িকা কে?

এই সিরিয়ালের হাত ধরে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন উদয় প্রতাপ সিং। এর আগে বেশ কিছু সিরিয়ালে অভিনয় করলেও তাঁকে বরাবর পার্শ্ব চরিত্রেই দেখা গিয়েছে। উদয়ের বিপরীতে দেখা যাবে ঈশানী চট্টোপাধ্যায়কে। সিরিয়ালে পারুল চরিত্রে দেখা যাবে তাঁকে। গ্রামের মেয়ে পারুল শহরে এসে এক নামী ইউনিভার্সিটিতে ভর্তি হয়। সেখানে তার মুখে আঞ্চলিক ভাষা শুনে সকলেই টিটকিরি দিতে থাকে। তবে নিজস্ব চার্ম দিয়েই নিন্দুকদের মুখ বন্ধ করে দেয় পারুল।

আরো পড়ুন : তুখোড় অভিনয়ে জিতেছেন দর্শকদের মন, মা হতে চলেছেন ‘নিম ফুলের মধু’ অভিনেত্রী! নিজেই দিলেন সুখবর

সিরিয়ালের গল্প কী?

এদিকে গল্পে রয়েছে এক টুইস্ট। কালক্রমে জানা যায়, পারুল আসলে রায়ান অর্থাৎ উদয়ের স্ত্রী। কিন্তু এমন স্ত্রীকে মোটেই পছন্দ নয় শহুরে রায়ানের। এদিকে ইউনিভার্সিটিতে ঝগড়া, ওদিকে বাড়িতেও অশান্তি শুরু হয় দুজনের মধ্যে। কীভাবে দুজনের মধ্যে প্রেমের সূত্রপাত হবে সেটাই দেখা যাবে পরিণীতা (Porineeta) সিরিয়ালে।

আরো পড়ুন : ফের বিবাদ টেলিপাড়ায়, থমকে ৩ টি সিরিয়ালের শুটিং! হাত কামড়াতে হবে দর্শকদের?

বাস্তবে কী করেন ঈশানী?

জানিয়ে রাখি, নবাগতা ঈশানীর এটাই প্রথম সিরিয়াল। বাস্তবে লেডি ব্রেবোর্ন কলেজে মাইক্রো বায়োলজি নিয়ে পড়েছেন তিনি। পাশাপাশি মডেলিংও করতেন ঈশানী। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি দেখেই এই পরিণীতা (Porineeta) সিরিয়ালের প্রস্তাব আসে বলে খবর।

Porineeta

প্রসঙ্গত, পরিণীতা সিরিয়ালে থাকছে আরো এক চমক। বহুদিন পর এই সিরিয়ালের মাধ্যমেই ছোটপর্দায় ফিরতে চলেছেন সৌমিলী বিশ্বাস। এই সিরিয়ালে রায়ানের পিসির চরিত্রে দেখা যাবে তাঁকে। আগামী ১১ ই নভেম্বর থেকে রাত ৮ টায় সম্প্রচারিত হবে পরিণীতা। বিশ্বাস। এই সিরিয়ালে রায়ানের পিসির চরিত্রে দেখা যাবে তাঁকে। আগামী ১১ ই নভেম্বর থেকে রাত ৮ টায় সম্প্রচারিত হবে পরিণীতা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর