বিজেতা হওয়ার দৌড়ে এগিয়ে, ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগী মানসীর আসল পরিচয় জানেন?

বাংলাহান্ট ডেস্ক : সেই কবে শাহরুখ খান বলেছিলেন, ‘হারকে জিতনে ওয়ালে কো বাজিগর কহতে হ্যায়’। ইন্ডিয়ান আইডলের (Indian Idol 15) এবারের সিজনের ফাইনালিস্ট যেন সেই কথাটাকেই সত্যি করতে চলেছেন। অন্তত দর্শকদের তাঁর উপরে রয়েছে তেমনি বিশ্বাস। এবারের সিজনে প্রথম থেকেই শ্রোতাদের মন জয় করে নিতে সক্ষম হয়েছিলেন মানসী। এমনকি অনেকের মতে, এবারে তাঁর হাতেই উঠবে বিজয়ীর ট্রফি।

ইন্ডিয়ান আইডলের (Indian Idol 15) আগেও অংশ নিয়েছেন শোতে

বাঙালি দর্শকদের অন্যতম প্রিয় প্রতিযোগী (Indian Idol 15) মানসী দমদমের পাইকপাড়ার বাসিন্দা। ক্রাইস্টচার্চ গার্লস স্কুল থেকে পাশ করার পর ইংরেজি অনার্স নিয়ে স্নাতক পাশ করেছেন তিনি। এর আগে স্টার জলসার গানের রিয়েলিটি শো ‘সুপার সিঙ্গার’এও অংশ নিয়েছিলেন মানসী। পৌঁছেছিলেন ফাইনালে। কিন্তু সেবার ভাগ্য সঙ্গ দেয়নি তাঁর। দ্বিতীয় হয়েছিলেন তিনি।

Who is manasi ghosh from indian idol 15

গানের সঙ্গে শিখেছিলেন নাচ: সুপার সিঙ্গার সিজন ৩ চলাকালীন কলেজের ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছিলেন মানসী। বরাবর পড়াশোনা এবং গান দুটিকেই সমান গুরুত্ব দিয়ে এসেছেন তিনি। তবে ছোটবেলায় নাচও শিখেছিলেন মানসী (Indian Idol 15)। কিন্তু দক্ষতা সত্ত্বেও পরবর্তীতে গান নিয়েই এগোন তিনি।

নাচ নিয়ে না এগোনোর কারণ: মানসী জানিয়েছিলেন, তাঁর মায়ের ধারণা ছিল, তিনি যেহেতু একটু মোটা, তাই বেশিদিন নাচ কন্টিনিউ করতে পারবেন না। উপরন্তু তিনিও গানটাই ভালোবেসে ফেলেছিলেন। তাই শেষমেষ গান নিয়েই এগোনোর সিদ্ধান্ত নেন মানসী।

ইন্ডিয়ান আইডল ১৫ সিজনে মানসী প্রথম থেকেই জনপ্রিয়তা পেয়েছেন। নিজের সঙ্গীত প্রতিভা দিয়ে বিচারকদের পাশাপাশি অতিথি তারকাদেরও চমকে দিয়েছেন। এমনকি ইতিমধ্যেই প্লেব্যাক গাওয়ার সুযোগও পেয়ে গিয়েছেন তিনি। এবার গ্র্যান্ড ফিনালের পর কে শেষ হাসি হাসে সেটাই দেখার অপেক্ষা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর