ভগবান গণেশ ও কার্তিক, দুই ভাইয়ের মধ্যে কে বড়? কেই বা বিবাহিত? ৯৯ শতাংশ ব্যক্তি জানেন না উত্তর

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে প্রায় প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় অনেকটা সময় অতিবাহিত করেন। নেটমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মগুলিতে এখন তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে পডকাস্ট। যেখানে বিভিন্ন বিষয়ের পরিপ্রেক্ষিতে গভীর আলোচনা করেন বিশেষজ্ঞরা। এই প্রতিবেদনেও আমরা সেই রকমই এক পডকাস্টের প্রসঙ্গ তুলে ধরব। যার একটি ভিডিও ক্লিপ ইতিমধ্যেই তুমুল ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তুমুল ভাইরাল (Viral) হয়েছে ভিডিও:

প্রসঙ্গত উল্লেখ্য যে, ভাইরাল (Viral) ওই পডকাস্টে উপস্থিত হয়েছিলেন ভারতের জনপ্রিয় ঔপন্যাসিক, স্ক্রিনরাইটার এবং পাবলিক স্পিকার আনন্দ নীলকান্তন। যাঁর লেখা মাইথোলজিক্যাল ফিকশন তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে দেশজুড়ে। তিনি মূলত ইংরেজি এবং মালায়ালাম ভাষায় ১৫ টি বই লিখেছেন। এমতাবস্থায়, আনন্দ ভগবান গণেশ এবং কার্তিক সম্পর্কে এমন কিছু তথ্য উপস্থাপিত করেছেন যেগুলি জানার পর অবাক হবেন প্রত্যেকেই।

ভগবান গণেশ এবং কার্তিক প্রসঙ্গে তো আমরা অনেক কিছুই জানি। কিন্তু, কখনও কি ভেবে দেখেছেন যে এই দুই দেবতার মধ্যে কে বড়? পাশাপাশি, তাঁদের মধ্যে অবিবাহিতই বা কে? এইরকম একাধিক প্রশ্নের উত্তর উপস্থাপিত করেছেন আনন্দ। তবে, এই উত্তর কিন্তু যথেষ্ট আকর্ষণীয়। কারণ, দেশের বিভিন্ন প্রান্তের সাথে সম্পর্কিত রয়েছে এই উত্তর। আপনি যদি দেশের উত্তর প্রান্তে যান সেক্ষেত্রে ভগবান কার্তিককে অবিবাহিত হিসেবে বিবেচিত করা হয়।

আরও পড়ুন: বিরাট কোহলির জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বড় জিনিস চেয়ে বসলেন যুবরাজ! জানলে হয়ে যাবেন অবাক

অর্থাৎ, দেশের এই অংশে কার্তিককে ব্রহ্মচারী হিসেবে মনে করা হয়। অপরদিকে, দেশের দক্ষিণ অংশে কার্তিকের দু’জন স্ত্রী রয়েছেন বলে বিশ্বাস করা হয়। শুধু তাই নয়, দেশের দক্ষিণ প্রান্তে ভগবান গণেশকে আবার বিবেচিত করা হয় অবিবাহিত হিসেবে। আবার, মুম্বাই মহারাষ্ট্রে অর্থাৎ দেশের পশ্চিম প্রান্তে ভগবান গনেশের দু’জন স্ত্রী রয়েছেন বলে বিশ্বাস করা হয়।

আরও পড়ুন: বড়সড় ক্ষতির সম্মুখীন আদানি-আম্বানি! লাফিয়ে কমল সম্পদের পরিমাণ, পিছিয়ে গেলেন ধনীদের তালিকায়

এর পাশাপাশি দেশের দক্ষিণ অংশে ভগবান গণেশকে দেবী দুর্গার জ্যেষ্ঠপুত্র হিসেবে মনে করা হয়। এদিকে, ইতিমধ্যেই এই ভিডিওটি ভাইরাল (Viral) হতে শুরু করেছেন নেটমাধ্যমে। ভগবান গণেশ এবং কার্তিকের প্রসঙ্গে এই বিষয়গুলি অনেকেরই অজানা। যার পরিপ্রেক্ষিতে নেটিজেনরা তাঁদের প্রতিক্রিয়াও জানিয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর