বাঙালি মেয়ে বিয়ে করেন দক্ষিণী তারকাকে, নাগার্জুনের স্ত্রীর আসল পরিচয় জানেন!

বাংলাহান্ট ডেস্ক : দক্ষিণী সিনেমার মেগা স্টার নাগার্জুন (Nagarjuna)। দীর্ঘ অভিনয় কেরিয়ারে অগুন্তি ছবিতে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। তাঁর পুত্র নাগা চৈতন্যকেও চেনেন অনেকে। কিন্তু নাগার্জুনের (Nagarjuna) স্ত্রীর পরিচয় জানেন কী? স্বামীর মতো তিনি তেমন থাকেন না লাইমলাইটে। তবে তাঁর পরিচয় চমকে দেবে সকলকে।

নাগার্জুনের (Nagarjuna) স্ত্রীর পরিচয়

নাগার্জুন (Nagarjuna) পত্নি অমলা মুখোপাধ্যায়কে চেনেন না অনেকেই। জানলে অবাক হবেন, জন্মসূত্রে তিনি একজন বাঙালি। কীভাবে পরিচয় হল তাঁর নাগার্জুনের (Nagarjuna) সঙ্গে, কীভাবেই বা শুরু হল তাঁদের প্রেম কাহিনি? ১৯৬৭ সালের ১২ ই সেপ্টেম্বর কলকাতায় জন্ম অমলার। তাঁর বাবা ছিলেন নৌবাহিনীর একজন উচ্চপদস্থ অফিসার, মা ছিলেন আয়ারল্যান্ডের নাগরিক। কলকাতায় জন্ম, বেড়ে ওঠা অমলার। পরবর্তীকালে চেন্নাইয়ে চলে যান তাঁরা।

আরও পড়ুন : কিংবদন্তি হওয়ার প্রতিভা ছিল, সঠিক মূল্য পাননি শ্রীদেবী-মাধুরী, আক্ষেপ জাভেদের

কীভাবে আলাপ হয় দুজনের

অমলার পরিচয় তিনি একজন খ্যাতনামা নৃত্যশিল্পী। চেন্নাইয়ের ‘কলাক্ষেত্র’ থেকে ভরতনাট্যমে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। পাশাপাশি একজন বহু ভাষাবিদ হিসেবেও পরিচিত অমলা মুখোপাধ্যায়। নাগার্জুনের (Nagarjuna) সঙ্গে তাঁর পরিচয় একটি ছবিতে কাজ করতে গিয়ে। অচিরেই পরস্পরের প্রেমে পড়েন তাঁরা। তার আগে লক্ষ্মী দগ্গুবতীর সঙ্গে বিয়ে হয়েছিল নাগার্জুনের। কিন্তু ১৯৯০ তে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। তার দু বছর পর অমলাকে বিয়ে করেন অভিনেতা। ১৯৯৪ সালে জন্ম হয় তাঁদের সন্তান অখিল আক্কিনেনির।

আরও পড়ুন : মিটিয়েছিলেন শাহরুখ-সলমনের ঝগড়া, উৎসবের মরশুমে গুলিতে ঝাঁঝরা বাবা সিদ্দিকী!

নাগা চৈতন্যের সঙ্গে কেমন সম্পর্ক অমলার

না, নাগা চৈতন্য অমলার নিজের ছেলে নন। নাগার্জুনের (Nagarjuna) প্রথম স্ত্রীর সন্তান তিনি। তবে অমলার সঙ্গে তাঁর সম্পর্ক খুবই মধুর। নাগা চৈতন্য একাধিক বার বলেছেন, অমলাকে তিনি নিজের মায়ের মতোই দেখেন এবং শ্রদ্ধা করেন। অভিনেতাকেও নিজের ছেলের মতোই ভালোবাসেন অমলা মুখোপাধ্যায়।

Nagarjuna

প্রসঙ্গত, নাগার্জুন এবং অমলা মুখোপাধ্যায়ের বিয়ে সে সময় হয়ে উঠেছিল চর্চার অন্যতম বিষয়। কারণ একজন বাঙালি মেয়ে হয়ে দক্ষিণী অভিনেতা নাগার্জুনকে বিয়ে করেছিলেন তিনি। তবে অমলা জীবনে আসার পর আক্ষরিক অর্থেই উজ্জ্বল হয়ে উঠেছিল নাগার্জুনের ব্যক্তি জীবন। একত্রে বিভিন্ন সমাজসেবা মূলক কাজেও অংশ নেন তাঁরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর