বাংলাহান্ট ডেস্ক : বদলে যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) ডেপুটি গভর্নর। কেন্দ্রীয় সরকারের তরফে তিন বছরের জন্য আরবিআই এর ডেপুটি গভর্নর হিসেবে পুনম গুপ্তাকে নিয়োগ করার অনুমোদন দিয়েছে। ন্যাশনাল কাউন্সিল অফ এমপ্লয়েড ইকোনমিক রিসার্চ এর ডিরেক্টর জেনারেল তিনি। গত জানুয়ারি মাসে মাইকেল দেবব্রত পাত্রর পদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর থেকে ডেপুটি গভর্নরের পদটা খালিই ছিল। এবার এই পদের দায়িত্বভার নিতে চলেছেন পুনম গুপ্তা। কিন্তু কে এই পুনম?
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) নতুন ডেপুটি গভর্নর পুনম গুপ্তা
সূত্রের তরফে জানা গিয়েছে, মন্ত্রীপরিষদের নিয়োগ কমিটির তরফে পুনম গুপ্তাকে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে তিন বছরের জন্য আরবিআই (Reserve Bank of India) এর ডেপুটি গভর্নর পদে নিয়োগের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে অবশ্য তিনি ন্যাশনাল কাউন্সিল অফ এমপ্লয়েড ইকোনমিক রিসার্চ সংস্থার ডিরেক্টর জেনারেলের পদে রয়েছেন। জানিয়ে রাখি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৬ তম অর্থ কমিশনের উপদেষ্টা পরিষদের আহ্বায়ক পদেও রয়েছেন পুনম গুপ্তা।
অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে: দিল্লি বিশ্ববিদ্যালয়ের দিল্লি স্কুল অফ ইকোনমিকস যে স্নাতকোত্তর পাশ করেছেন তিনি। এছাড়াও আমেরিকার মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকেও অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন পুনম। ১৯৯৮ সালে আন্তর্জাতিক অর্থনীতিতে পিএইচডি করার জন্য এক্সিম ব্যাঙ্ক পুরস্কার জিতেছিলেন তিনি।
আরো পড়ুন : মাত্র ১৫ মাসে খতম ৪০০ সদস্য! বেগতিক বুঝে কেন্দ্রের কাছে যুদ্ধবিরতির বার্তা মাওবাদীদের
কোথায় কোথায় কাজ করেছেন: পুনম গুপ্তার কর্মজীবন বেশ উল্লেখযোগ্য। ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব ব্যাঙ্কে সিনিয়র পদে থেকেছেন প্রায় ২০ বছর। তারপর ২০২১ সালে তিনি যোগ দেন NCEER এ। এছাড়াও দিল্লি স্কুল অফ ইকোনমিক্স, আমেরিকার ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডে অধ্যাপনা করেছেন পুনম। আইএসআই দিল্লিতেও ভিজিটিং ফ্যাকাল্টি পদে থেকেছেন তিনি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফাইন্যান্স অ্যান্ড পলিসি অর্থাৎ NIPFP এর আরবিআই (Reserve Bank of India) চেয়ার প্রোফেসর এবং ICRIER এও অধ্যাপকের পদে কাজ করেছেন পুনম। এবার রিজার্ভ ব্যাঙ্কের নয়া পদে আসীন হতে চলেছেন তিনি।
আরো পড়ুন : সৌন্দর্যে টেক্কা দেবেন বোনকে, চূড়ান্ত সফল হয়েও থাকেন আড়ালে, মাধুরীর দিদিকে চেনেন?
প্রসঙ্গত, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শিডিউল অনুযায়ী, প্রথম মনিটারি পলিসি বৈঠক বা MPC বৈঠক আয়োজিত হতে চলেছে আগামী ৭ থেকে ৯ ই এপ্রিল এর মধ্যে। ২০২৫-২৬ আর্থিক বছরের জন্য MPC বৈঠক এর সম্পূর্ণ শিডিউল প্রকাশ করা হয়েছে আরবিআই এর তরফে।