দ্বিতীয়বার প্রেমে “ক্লিন বোল্ড” শিখর ধাওয়ান! গব্বরের নতুন প্রেমিকা কে? জানলে অবাক হবেন

Published On:

বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ব্যাটার শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) বিপুল অনুরাগী রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও তিনি থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আসলে তিনি ক্রিকেট থেকে দূরে থাকলেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহ প্রকাশ করেন অনুরাগীরা। এমতাবস্থায়, এবার একটি বড় আপডেট সামনে এসেছে।

ফের প্রেমে পড়লেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan):

প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২৩ সালে আয়েশা মুখার্জির সাথে বিবাহ বিচ্ছেদের পর, ধাওয়ান (Shikhar Dhawan) একাই থাকতেন। কিন্তু, ওই সময়ে অনেকের সাথে তাঁর সম্পর্কের গুজব সামনে আসে। যদিও, এবার এই ভারতীয় তারকা নিজেই তাঁর সম্পর্কের বিষয়ে বড় ইঙ্গিত সামনে এনেছেন। সম্প্রতি ধাওয়ানের বান্ধবী সোফি শাইন ধাওয়ানের সাথে একটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। যেখানে তিনি ক্যাপশন দিয়েছেন, “আমার ❤️”।

 

View this post on Instagram

 

A post shared by Soph (@sophieshine93)

জানিয়ে রাখি যে, শিখর ধাওয়ান (Shikhar Dhawan) এবং সোফি শাইনকে এই প্রথম একসাথে দেখা যায়নি। এর আগেও তাঁদের অনেকবার একসাথে দেখা গেছে। কিন্তু সেই সময়ে তাঁদের দু’জন কেউই এই সম্পর্কের কথা স্বীকার করেননি।

আরও পড়ুন: “আসিম মুনির একজন সাইকোপ্যাথ”, পাক সেনা প্রধানকে ঘিরে পাকিস্তানের অন্দরেই চরম অসন্তোষ

সোফি শাইন কে: এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সোফি শাইন আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি লিমেরিক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মার্কেটিং এবং ম্যানেজমেন্টে ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি আবুধাবিতে স্থিত নর্দার্ন ট্রাস্ট কর্পোরেশনে একটি গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তানে চূড়ান্ত ব্যর্থ PCB! লাহোরের স্টেডিয়ামে যা ঘটল…..সামনে এল লজ্জার ছবি

ধাওয়ান এবং সোফির কীভাবে দেখা হয়েছিল: বর্তমানে, ধাওয়ান (Shikhar Dhawan) এবং সোফির সম্পর্ক সকলের দৃষ্টি আকর্ষণ করছে। কিন্তু তাঁদের প্রথম দেখা কীভাবে হয়েছিল এই বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে, তাঁদেরকে একসাথে যে অত্যন্ত সুন্দর দেখাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি, সোশ্যাল মিডিয়াতেও তাঁদের জন্য শুভকামনা জানিয়েছেন অনুরাগীরা।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X