‘CBI-এর ভয় কাকে দেখাচ্ছেন, আমি কাপুরুষ নই’, প্রধানমন্ত্রী মোদীকে তোপ উদ্ধব ঠাকরের

বাংলাহান্ট ডেস্কঃ সুশান্ত সিং রাজপুত হত্যা ইস্যুতে আবারও প্রকাশ্যে এল মহারাষ্ট্র সরকার উদ্ধব ঠাকরে (uddhav thackeray) এবং বিজেপির মধ্যেকার কোন্দল। সরাসরি মোদী সরকারকে আক্রমণ করে তিনি বললেন, ‘আমি শান্ত, চুপচাপ আছি বলে, এটা ভাববেন না যে আমি কাপুরুষ’।

শিবসেনার মুখপত্র সামনাতে উদ্ধব ঠাকরের এক সাক্ষাৎকার প্রকাশিত হয়। যেখানে তিনি প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করে বলেছেন, ‘আমি শান্ত, স্বচ্ছল বলে এই নয় যে আমি নিরীহ। আমি কাপুরুষ নই। শুধু শুধুই আমার পরিবারের সদস্যদের উপর আক্রমণ চলছে। এই পদ্ধতি একেবারেই মহারাষ্ট্রের ঐতিহ্যের মধ্যে পড়ে না। মহারাষ্ট্রের একটা সংস্কৃতি আছে। আপনার কুকর্মের প্রভাব আপনার পরিবারের উপর পড়বে’।

Thackeray CM 696x392 1

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমি তাদের দিকে সহানুভুতির দৃষ্টিতে তাকাই। একজন যুবকের মৃত্যু হয়েছে, এটা খুবই দুঃখের বিষয়। তবে আপনারা এখন সেই মৃত ব্যক্তিকে নিয়ে রাজনীতি করছেন? আর কত নীচে নামবেন আপনারা? আপনারা কি সেই হারানো জীবন ফিরিয়ে দিতে পারবেন? এটা বিকৃত নয় নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ’।

মহারাষ্ট্রে সিবিআই নিষেধাজ্ঞার বিষয়ে উদ্ধব ঠাকরে বলে,’ যখন সিবিআই-এর অপব্যবহার হচ্ছে, তখন তো আরোপ লাগবেই। আমরা নাম দেব, আমাদের কাছে নাম আছে। মাল মশলা পুরো প্রস্তুত আছে। কিন্তু জনগণের কাছে আমাদের প্রতিশোধের ধারণা কি থাকবে?’

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর