চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের মধ্যে কে বেশি শক্তিশালী? উত্তর সামনে আসতেই শুরু হইচই

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির কাউন্টডাউন। এই টুর্নামেন্টে ভারত (India) আগামী ২০ ফেব্রুয়ারি মুখোমুখি হবে বাংলাদেশের। তবে, তারপরেই রোহিত বাহিনী মাঠে নামবে পাকিস্তানের বিরুদ্ধে। আর এই হাইভোল্টেজ ম্যাচের জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেট অনুরাগীরা। ICC-র প্রতিটি টুর্নামেন্টেই ভারত-পাকিস্তান ম্যাচ এক আলাদা আগ্রহ তৈরি করে। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি।

ভারত (India)-পাকিস্তান ম্যাচ ঘিরে প্রবল আগ্রহ:

আসলে, এই দুই দলের মধ্যে সবসময় কড়া প্রতিদ্বন্দ্বিতা চলে। এদিকে, ভারত (India)-পাকিস্তানের এই লড়াইয়ের আবহে বিভিন্ন ধরণের বক্তব্য সামনে আসছে। শুধু তাই নয়, ক্রিকেটের ময়দানে কোন দেশ বেশি শক্তিশালী তা নিয়েও সামনে আসছে নানান প্রতিক্রিয়া। এমতাবস্থায়, এই সিরিজে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে বিরাট মন্তব্য করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ ইউসুফ। তিনি জানিয়েছেন, এবারের টুর্নামেন্ট ভারত ও পাকিস্তানের মধ্যে পাকিস্তান এগিয়ে রয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হল পাকিস্তান। তবে টিম ইন্ডিয়া (India) তাদের সব ম্যাচই দুবাইয়ে খেলবে। পাকিস্তান প্রথমে খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং ভারতীয় দল তাদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। এরপর ২৩ ফেব্রুয়ারি ভারত এবং পাকিস্তানের ম্যাচটি সম্পন্ন হবে।

Who is stronger between India and Pakistan in the Champions Trophy.

ঠিক এই আবহেই পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ ইউসুফ ওই দেশের সামা টিভিতে কথোপকথনের সময়ে বলেন, “প্রত্যেক পাকিস্তানির মতো আমিও খুব উত্তেজিত। ২৯ বছর পর ICC-র টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে পাকিস্তান। এর সব থেকে বেশি কৃতিত্ব PCB-র। যারা ছয় মাসের মধ্যে স্টেডিয়াম সংস্কারের কাজ শেষ করেছে।”

আরও পড়ুন: “হাঁ” করে তাকিয়ে দেখবে গোটা বিশ্ব! টাটার হাত ধরে চলতি বছরেই নয়া নজির গড়তে চলেছে ভারত

তিনি জানান, “পাকিস্তান দল ফাইনালে উঠলে ঘরের মাঠে খেলবে। আমি শুধু আশা করি, PCB যেভাবে স্টেডিয়াম তৈরি করেছে পাকিস্তান দলও সেভাবে ক্রিকেট খেলবে। ভারতের (India) দল বেশ ভারসাম্যপূর্ণ। যদিও পাকিস্তানের একটি সুবিধা রয়েছে যে তারা তাদের হোম কন্ডিশনে খেলবে। যদিও, তাদের হিসেব করে ক্রিকেট খেলতে হবে। আমাদের স্ট্রাইক রোটেট করতে হবে এবং কিছু ডট বলও খেলতে হবে।”

আরও পড়ুন: Fixed Deposit করেই হয়ে যান মালামাল! SBI সহ এই ১০ টি ব্যাঙ্ক দিচ্ছে বাম্পার সুদ, দেখুন তালিকা

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত (India) এবং পাকিস্তানের মধ্যে ম্যাচটি আগামী ২৩ ফেব্রুয়ারি সম্পন্ন হবে। দুই দলেই একাধিক তারকা খেলোয়াড় রয়েছেন। এমতাবস্থায়, ওই ম্যাচটিতে যে দুই দলই একে অপরকে কড়া টক্কর দেবে, তা আর বলার অপেক্ষা রাখে না। আর সেই কারণেই ক্রিকেট অনুরাগীরা ম্যাচটির জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর