তিনিই আসল ঘুঘু! তাঁর নজর এড়িয়ে কোনও ফাইলই যেত না পার্থর টেবিলে, জানুন কে এই সুকান্ত আচার্য?

বাংলা হান্ট ডেস্ক : আজ সকাল থেকেই সংবাদ শিরোনামে সুকান্ত আচার্য (Sukanta Acharya)। আমলা মহলে তাঁর খানিক পরিচিতি থাকলে আম জনতা তাঁর নাম সম্পর্কে খুব একটা অবহিত নন। জানা যাচ্ছে, ২০১৬ সালে বেহালা পশ্চিম আসন থেকে জিতেছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সেই ভোটে বেহালা পশ্চিম আসনে নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার ছিলেন ডব্লিউবিসিএস আধিকারিক (WBCS Officer) সুকান্ত আচার্য (Partha Chatterjee associate sukanta acharya)। পরে শপথ নিয়ে পার্থ শিক্ষা ও পরিষদীয় মন্ত্রী হতেই দেখা যায়, তাঁর দফতরে যোগ দিয়েছেন সুকান্ত।

কে এই সুকান্ত?

সুকান্ত আচার্য তিনি পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক এবং অফিসার অন স্পেশাল ডিউটি। কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সূত্রে আগেই দাবি করা হয় যে সুকান্তর নজর এড়িয়ে কোনও ফাইলই যেত না। পার্থর টেবিলে তিনিই ফাইল সাজিয়ে দিতেন। বৃহস্পতিবার সকালে সেই সুকান্ত আচার্যর ব্যারাকপুরের বাড়িতে হানা দিল সিবিআই। সিআরপিএফ বাহিনী নিয়ে তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই আধিকারিকের দল।

partha chatterjee

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। গত বছর ২২ জুলাই তাঁকে গ্রেফতার করার পাশাপাশি সুকান্ত আচার্যকেও আটক করেছিল ইডি। নিউ ব্যারাকপুরের ৭ নম্বর গেট এলাকায় তাঁর বাড়ি। স্কুল সার্ভিস দুর্নীতি কাণ্ডে তাঁকে দিনভর জেরা করার পর আটক করা হয়েছিল।

সুকান্ত (Partha Chatterjee associate sukanta acharya)। এর আগে সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন। তা ছাড়া এসএসসি দফতর আচার্য সদন সিল করার দিনেও সিবিআই তাঁকে ডেকে পাঠিয়েছিল। সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য ও শান্তিপ্রসাদ সিনহার সঙ্গে পার্থর সমন্বয়ের সেতু ছিলেন সুকান্ত। তাঁর অজ্ঞাত কিছুই ছিল না।

সুকান্তর বিরুদ্ধে ইতিমধ্যেই ইডির চার্জশিটে অভিযোগ করা হয়েছে। তাতে বলা হয়েছে, শিক্ষা দফতরে চাকরি দেওয়ার নাম করে অযোগ্যদের ইন্টারভিউতে ডাকার ব্যবস্থা করা হত। তা যাঁদের নেতৃত্বে আয়োজন করা হত তার মধ্যে অন্যতম ছিলেন সুকান্ত আচার্য।


Sudipto

সম্পর্কিত খবর