বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমন অনেক ক্রিকেটার রয়েছেন যাদেরকে শুধুমাত্র পরিসংখ্যান দিয়ে বিচার করা যায় না। সুরেশ রায়না হলেন এমনই একজন ভারতীয় তারকা। দেশের জার্সিতে তিনি দুটি আইসিসি ট্রফি দিতেছেন। তিন ফরম্যাটেই করেছেন শতরান। তবে আজ ক্রিকেটার সুরেশ রায়না আমাদের আলোচনার বিষয়বস্তু নন।
রায়নার কেরিয়ার সম্পর্কে অনেক তথ্য অনেক ক্রিকেটপ্রেমীই জানেন। অনেকেই যেটা জানেন না সেটা হলো রায়না নিজের জীবনে প্রিয়াঙ্কা চৌধুরীর মত একজন সফল বিজনেসওম্যান ও নির্মল প্রেমিকাকে কিভাবে খুঁজে পেলেন। আজকের এই প্রতিবেদনে আমরা রায়নার জীবনের এই অংশটা নিয়ে আপনাদের কিছু তথ্য দেব।।
রায়নার দাদা একসময় পয়সার জন্য গৃহ শিক্ষকতা করতেন। সেই সময় তিনি প্রিয়াঙ্কা চৌধুরীর শিক্ষক ছিলেন এবং সেই সূত্রেই ছোটবেলায় সুরেশ রায়না এবং প্রিয়াঙ্কার আলাপ হয়। এরপর রায়না বোর্ডিং স্কুলে চলে যান এবং প্রিয়াঙ্কাও প্রথমে ব্যাঙ্গালোর এবং পরে নেদারল্যান্ডসে গিয়ে নিজের উচ্চশিক্ষা সম্পূর্ণ করেন।
এরপর আচমকাই ২০০৯ সালে তাদের অস্ট্রেলিয়ার এক এয়ারপোর্টে ফিরে দেখা হয়। এখান থেকে তাদের একসাথে পথ চলার পর্ব আরম্ভ হয়। বর্তমানে দুজনে রিও এবং গ্রেসিয়া নামক দুই সন্তানের অভিভাবক। প্রিয়াঙ্কা, সুরেশ রায়নাকে একজন সফল ক্রিকেটের চেয়েও বেশি একজন দায়িত্ববান বাবা ও ভালো স্বামী হিসাবে দেখেন।
প্রিয়াঙ্কা “maate”-এর সহ-প্রতিষ্ঠাতা। এটি একটি | প্রাকৃতিক এবং নিরামিষ খাওয়ারের ওপর নির্ভরশীল যা এবং শিশুর সুস্থতা সংক্রান্ত ব্র্যান্ড। এছাড়া গ্রাসিয়া রায়না ফাউন্ডেশন নামক একটি নিজস্ব স্বেচ্ছাসেবী সংস্থাও রয়েছে তার। নিজের কর্মজীবনের পাশাপাশি রায়না এবং নিজের দুই | সন্তানের জন্য সময় বার করতে কোনও অসুবিধা হয় না প্রিয়াঙ্কার।