স্বয়ং মা ঘোমটা কালীর অবতার এল ঘোষাল বাড়িতে, ‘গৌরী এলো’র ‘তারা’র আসল পরিচয় জানেন?

বাংলাহান্ট ডেস্ক: দিনের পর দিন টিআরপি বেড়েই চলেছে ‘গৌরী এলো’র (Gouri Elo)। জি বাংলার এই সিরিয়াল প্রায় দেড় বছর ধরে রমরমিয়ে চলছে চ্যানেলে। চ্যানেল টপার না হলেও সবসময় দ্বিতীয় বা তৃতীয় স্থানেই থাকে গৌরী এলো। সিরিয়ালের অতিরঞ্জিত গল্প, অযৌক্তিকতার জন্য লাগাতার ট্রোল হলেও টিআরপি আটকে থাকেনি তাতে। বরং নেগেটিভ পাবলিসিটিকে কাজে লাগিয়েই জনপ্রিয়তা বেড়েছে গৌরী এলোর।

এতদিন ধরে শৈল মায়ের যাবতীয় দুষ্টুমি, ষড়যন্ত্রর পর্দা ফাঁস করে তাকে ধরিয়ে দিয়েছে ঈশান গৌরী। প্রথম দিন থেকে গৌরীকে মারার ষড়যন্ত্র থেকে শুরু করে নিজের ভাইপো ঈশানকে খুনের চেষ্টা, গর্ভবতী গৌরীর ক্ষতি করা, এমনকি তার সন্তানের জন্ম হওয়ার পর সদ্যোজাত শিশুটির পর্যন্ত ক্ষতি করতে চেয়েছে শৈল মা।

Gouri elo 2

উপযুক্ত প্রমাণ দিয়ে শৈল মায়ের সমস্ত কীর্তি ফাঁস করে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে গৌরী ঈশান। আর এর সঙ্গে সঙ্গেই পাঁচ বছর এগিয়ে গিয়েছে সিরিয়ালের গল্প। বড় হয়ে গিয়েছে গৌরী ঈশানের ছোট্ট মেয়ে তারা। ইতিমধ্যেই দর্শকরা জেনে গিয়েছে তারা হল স্বয়ং দেবী মায়ের অংশ। ছোট্ট থাকতেই নিজের রক্ষা তো বটেই, মা বাবাকেও রক্ষা করেছে সে। বড় হয়ে তারার দৈবিক ক্ষমতা আরো পরিস্ফুট হবে।

সোমবারের পর্বেই বড় তারার এক ঝলক দেখে নিয়েছে দর্শকরা। আরো এক নতুন শিশুশিল্পী যোগ দিল জি এর সিরিয়ালে। এখন প্রশ্ন হচ্ছে, বড় তারার ভূমিকায় কাকে দেখা যাবে গৌরী এলো তে? তাকে আগেও জি বাংলায় দেখেছেন দর্শকরা। তবে সিরিয়ালে নয়, দর্শকরা তাকে দেখেছেন ডান্স বাংলা ডান্সের চলতি সিজনে।

Gouri elo

ঋষিতা নন্দী, ডান্স বাংলা ডান্সে দর্শকদের মন জয় করার পর এবার তারা হয়ে গৌরী এলো তে পা রেখেছে সে। এই সিরিয়ালের মাধ্যমেই অভিনয়ে পা রেখেছে ঋষিতা। তাকেই এখন থেকে গৌরী এলো তে দেখা যাবে নিয়মিত। গৌরী ঈশানের মেয়ে তারার ভূমিকায় অভিনয় করবে ঋষিতা।

Gouri elo 1

প্রসঙ্গত, ভক্তির মিশেলে লেখা গৌরী এলো সিরিয়ালের গল্পটি মাঝেমধ্যেই নানান কারণে নেটিজেনদের নজরে এসেছে। তবে নেতিবাচক ভাবে। কখনো ভিঞ্চির মোনালিসা পেন্টিংয়ে ধূপ মালা দিয়ে, কখনো সুইমিং পুলে কাপড় কেচে, কখনো আবার অতিরিক্ত ঘনিষ্ঠ দৃশ্য দেখিয়ে বিতর্ক, সমালোচনার সম্মুখীন হয়েছে এই সিরিয়াল। তবুও টিআরপি বরাবর ভালোই ওঠে গৌরী এলোর।

Niranjana Nag

সম্পর্কিত খবর