শচীনকে টপকে গত পঞ্চাশ বছরে ভারতের সেরা ব্যাটসম্যান কে? জেনে নিন সমীক্ষার ফলাফল।

Published On:

গত পঞ্চাশ বছরে ভারতের সেরা টেস্ট ব্যাটসম্যান কে? এই ব্যাপারে একটি অনলাইন সমীক্ষা করেছিল উইজডেন। উইজডেনের অনলাইন সমীক্ষায় অংশ গ্রহণ করেছিল হাজার হাজার ক্রিকেট ভক্ত। ক্রিকেট ভক্তদের ভোটাভুটিতে শচীন টেন্ডুলকার কে পিছনে ফেলে গত পঞ্চাশ বছরে ভারতের সেরা ব্যাটসম্যানের তালিকায় উঠে এল রাহুল দ্রাবিড়ের নাম।

উইজডেন গত পঞ্চাশ বছরের নিরিখে এই প্রতিযোগিতা শুরু করে প্রথমে ষোলো জন ভারতীয় ব্যাটসম্যানকে নিয়ে। শেষ পর্যন্ত মূলপর্বে জায়গা করে নেয় চারজন ভারতীয় ব্যাটসম্যান। তারা হলেন শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার, বিরাট কোহলি এবং রাহুল দ্রাবিড়।

শচীন টেন্ডুলকার ভারতের হয়ে 200 টি টেস্ট ম্যাচ খেলে করেছেন 15,921 রান। সুনীল গাভাস্কার 125 টি টেস্ট ম্যাচ খেলে করেছেন 10,122 রান। রাহুল দ্রাবিড় করেছেন 13,288 রান, খেলেছেন 168 টি ম্যাচ। অন্যদিকে বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি এখনো পর্যন্ত 86 টি টেস্ট ম্যাচ খেলে 7240 রান করেছেন।
11,400 জন ক্রিকেট ভক্তের ভোটাভুটিতে শচীন টেন্ডুলকার কে টপকে সেরা ভারতীয় টেস্ট ব্যাটসম্যান হন রাহুল দ্রাবিড়।

সম্পর্কিত খবর

X