বাংলা হান্ট ডেস্ক : জানুয়ারি মাসে একটি সমীক্ষা করা হয়। এই সমীক্ষাটি করে ইন্ডিয়া টুডে (India Today) এবং সি ভোটার (C Voter) যৌথ ভাবে। দেশের বেশকিছু জ্বলন্ত বিষয় নিয়ে প্রশ্ন করা হয় সাধারণ মানুষকে। তারমধ্যেই ছিল মোদির সরকারের (Modi Government) সফলতা এবং ব্যর্থতার মতো বিষয়গুলিও। আর সেই সমস্ত বিষয়েই নিজেদের মতামত জানিয়েছেন মানুষ। সমীক্ষার রিপোর্ট বলছে এনডিএ সরকারে কাজ মানুষের বেশ পছন্দ হয়েছে। প্রায় ৬৭ শতাংশ মানুষ এনডিএ সরকারের কাজকে ‘খুব ভাল’ এবং ১১ শতাংশ মানুষ ‘ভাল’ বলে মেনে নিয়েছেন। আবার ১৮ শতাংশ মানুষ এনডিএ সরকারের কাজে বেশ অখুশি।
ভারতের সবচেয়ে ভাল প্রধানমন্ত্রী কে? সমীক্ষায় যে মতামত উঠে এসেছে সেই অনুযায়ী, ৪৭ শতাংশ মানুষ মনে করেন এখনও পর্যন্ত দেশের সবচেয়ে ভাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৬ শতাংশ মানুষের মতে দেশের সবচেয়ে সফল হলেন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। ১২ শতাংশ মানুষ মনে করেন ইন্দিরা গান্ধী দেশের সবচেয়ে ভালো প্রধানমন্ত্রী। আর ৮ শতাংশ মানুষের মতে দেশের সেরা প্রধানমন্ত্রী হলেন মনমোহন সিং।
করোনা ভাইরাসের বিরুদ্ধে জয়কেই কেন্দ্রের সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখেছেন অধিকাংশ মানুষ। প্রায় ২০ শতাংশ মানুষ মনে করেন করোনার মোকাবিলাই মোদি সরকারের সবচেয়ে বড় সাফল্যের খতিয়ান। আবার ১৪ শতাংশ মানুষের কাছে কেন্দ্র সরকারের সবচেয়ে বড় সাফল্য হল ৩৭০ ধারা বিলোপ। ১১ শতাংশ মানুষ মনে করেন রাম মন্দির হল বিজেপি সরকারে সবচেয়ে বড় সাফল্য। আর ৮ শতাংশ মানুষ মনে করেন এনডিএ সরকারের সবচেয়ে বড় সাফল্য হল জনকল্যাণমূলক প্রকল্প।
মোদি সরকারের ব্যর্থতার প্রশ্নে ২৫ শতাংশ মানুষ মনে করেন দ্রব্যমূল্য বৃদ্ধি হল বর্তমান কেন্দ্রীয় সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। ১৭ শতাংশ মানুষের মতে মোদি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হল বেকারত্ব। ৮ শতাংশ মানুষ মনে করেন কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইতে সম্পূর্ণ ব্যর্থ মোদি সরকার। আর ৬ শতাংশ মানুষের মতে এনডিএ সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হল উন্নয়ন।