পাবেন কোটি কোটি টাকা বেতন! Apple-এর শীর্ষপদে ভারতীয় বংশোদ্ভূত কেভান পারেখ, চমকে দেবে পরিচয়

বাংলাহান্ট ডেস্ক : অ্যাপল (Apple) সংস্থায় বড়সড় রদবদল। আইফোন নির্মাণকারী সংস্থাটিতে নতুন চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে নিযুক্ত হলেন কেভান পারেখ। নতুন বছর অর্থাৎ ২০২৫ এর প্রথম দিন থেকেই নতুন পদের দায়িত্বভার গ্রহণ করেছেন ভারতীয় বংশোদ্ভূত কেভান। দীর্ঘদিন ধরেই এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরে অ্যাপলের (Apple) সঙ্গে যুক্ত ভারতীয় বংশোদ্ভূত কেভান

সেই ২০১৩ সাল থেকে অ্যাপলের (Apple) সঙ্গে যুক্ত ভারতীয় বংশোদ্ভূত কেভান পারেখ। ওই বছরই এই সংস্থায় যোগ দিয়েছিলেন তিনি। অ্যাপলের (Apple) ভাইস প্রেসিডেন্ট পদে ছিলেন কেভিন। তাঁর পদের দায়িত্ব অনুযায়ী, সংস্থার আর্থিক পরিকল্পনা, সেলস, মার্কেটিং, খুচরো বিপণনের মতো বিষয়গুলি দেখাশোনা করতেন তিনি। তবে গত বছর অর্থাৎ ২০২৪ এর অগাস্ট মাসেই অ্যাপলের (Apple) চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে কেভান পারেখের নাম ঘোষণা করা হয়। ঘোষণা করেন স্বয়ং অ্যাপল সিইও টিম কুক।

Who is the new cfo of apple kevan parekh

কেভান সম্পর্কে কী বললেন অ্যাপল সিইও: এক বিবৃতিতে সিইও টিম কুক বলেন, ‘এক দশকেরও বেশি সময় ধরে অ্যাপলের (Apple) ফিনান্স লিডারশিপ টিমের এক অপরিহার্য সদস্য হয়ে রয়েছেন কেভান। সংস্থাকে খুব ভালো জানেন তিনি। তাঁর তীক্ষ্ণ বুদ্ধি, বিচার এবং আর্থিক জ্ঞান তাঁকে অ্যাপলের (Apple) আগামী সিএফও হওয়ার জন্য উপযুক্ত করে তুলেছে’। উল্লেখ্য, কেভানের আগে লুকা মায়েস্ত্রি ছিলেন এই পদে।

আরো পড়ুন : হাবুডুবু খাচ্ছেন প্রেমে, বিয়ের প্ল্যানও তৈরি? দিতিপ্রিয়া বললেন, ‘মন দিয়ে করলে…’

চমকে দেবে শিক্ষাগত যোগ্যতা: প্রসঙ্গত, ১৯৭২ সালে জন্ম কেভান পারেখের। মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করেছেন তিনি। এরপর শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে করেছেন এমবিএ। যেমনটা জানা গিয়েছে, ভারতীয় বংশোদ্ভূত কেভান পারেখ এর আগে থমসন রয়টার্স, জেনারেল মোটরসের মতো সংস্থাতেও উচ্চ পদে কাজ করেছেন।

আরো পড়ুন : পরিস্থিতি মোকাবিলায় তৈরি! চিনের hMPV ভাইরাস নিয়ে WHO-র কাছে একটাই আর্জি জানাল ভারত

বর্তমানে ৫৩ বছর বয়স কেভান পারেখের। যেটা চর্চায় উঠে এসেছে তা হল তাঁর পারিশ্রমিক। রিপোর্ট বলছে, অ্যাপলের নতুন সিএফও হিসেবে যোগ দিয়ে ১০ লক্ষ মার্কিন ডলার বেতন পাচ্ছেন কেভান। ভারতীয় মুদ্রায় টাকার অঙ্কটা হল প্রায় ৮.৫৭ কোটি টাকা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর