স্টার্ক কিংবা বুমরা নয়! IPL-এ ইনিই হলেন সবথেকে ভয়ঙ্কর বোলার, নাম জানালেন ফিল সল্ট

বাংলা হান্ট ডেস্ক: চলতি মরশুমের IPL (Indian Premier League)-এ KKR (Kolkata Knight Riders) দলের ওপেনিংয়ের দায়িত্ব যিনি অত্যন্ত ভালোভাবে সামলেছেন তিনি হলেন ফিল সল্ট (Phill Salt)। এবারের IPL-এ একের পর এক দুর্দান্ত ইনিংস তিনি উপহার দিয়েছেন। এমতাবস্থায়, ফিল সল্ট IPL-এ সবথেকে ভয়ঙ্করতম বোলার কে সেই বিষয়ে নিজের মতামত জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, সতীর্থ হিসেবে তিনি মিচেল স্টার্ককে নেটে খেলেছেন। আবার, মুম্বাইয়ের বিরুদ্ধে খেলতে গিয়ে তিনি মুখোমুখি হয়েছেন যশপ্রীত বুমরার।

যদিও, ভয়ঙ্করতম বোলার হিসেবে তিনি এই দুই বোলারকে রাখেন নি। এক্ষেত্রে, তিনি নিয়েছেন অন্য নাম। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই প্লে-অফে পৌঁছে গিয়েছে KKR। যদিও, IPL-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে ভারত ছাড়তে হয়েছে সল্টকে। মূলত, আসন্ন T20 বিশ্বকাপের জন্য তিনি ইংল্যান্ডের দলে সুযোগ পাওয়ায় তার আগে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলার জন্য দেশে ফিরে গিয়েছেন তিনি।

Who is the scariest bowler in the IPL? says Phil Salt.

এমতাবস্থায়, একটি সাক্ষাৎকারে সল্ট IPL-এর টুর্নামেন্টে মুখোমুখি হওয়া সবথেকে বিধ্বংসী বোলারের প্রসঙ্গ উপস্থাপিত করেছেন। সেখানে তিনি বলেছেন, “আমি যাদের বিরুদ্ধে খেলেছি তাদের মধ্যে ভয়ঙ্করতম বোলার হল জোফ্রা আর্চার। ওর গতি ও বাউন্স অত্যন্ত সমস্যায় ফেলত। ওর চোরা গতি রয়েছে। যার ফলে আপনি বোঝার আগেই বল শরীরে এসে লাগবে। ওর মতো অত ভয়ঙ্কর কোনও বোলার আমি দেখিনি।”

আরও পড়ুন: একইসাথে তিন ফুটবলারকে ছেড়ে বড় ধামাকার প্রস্তুতি মোহনবাগানের! এবার খেলবেন জোড়া বিশ্বকাপার

এদিকে, বিশ্বকাপের দলে যে তিনি সুযোগ পাবেন এমনটা আশা করেননি সল্ট। যদিও, তাঁর ব্যাটিং ও কিপিংয়ের দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তিতে তিনি জাতীয় দলের সুযোগ পেয়েছেন। পাশাপাশি, বিশ্বকাপে সুযোগ পাওয়ার পরে তিনি ভেসেছেন শুভেচ্ছার বন্যাতেও। এই প্রসঙ্গে সল্ট জানান, “বিশ্বকাপের দলে আমার নাম ঘোষণার পরে আমি ফোনে একের পর এক শুভেচ্ছাবার্তা পেয়েছি। আমি খুব একটা ফোন ব্যবহার করি না। কিন্তু সেদিন এত বার্তা পেয়েছিলাম যে সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। বিশ্বকাপে খেলার জন্য আমি এখন মুখিয়ে রয়েছি।”

আরও পড়ুন: পন্থ নাকি সঞ্জু? T20 বিশ্বকাপে গম্ভীরের “ফেভারিট” কে? নিজেই জানালেন KKR-এর মেন্টর

চ্যাম্পিয়ন হবে KKR: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চলতি বছরে KKR-এর হয়ে ১২ টি ম্যাচে ৪৩৫ রান করেছেন সল্ট। বর্তমানে পয়েন্ট তালিকায় একদম প্রথম স্থানে রয়েছে কলকাতা। দেশে ফিরে গেলেও সল্ট চান KKR এবার IPL জিতুক। এই প্রসঙ্গে আত্মবিশ্বাসের সুরে তিনি জানিয়েছেন, “আমরা একটা একটা করে ম্যাচ ধরে এগিয়ে গিয়েছি। আমি আশা করছি দল এখন যেভাবে খেলেছে, আগামী দিনেও এইভাবেই খেলবে। ফলে, আমরাই এবারে চ্যাম্পিয়ন হব।”

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর