বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে ভারতবাসী ব্যস্ত কুম্ভ মেলা (Kumbh Mela) নিয়ে। দেশ-বিদেশ থেকে পুণ্যার্থীরা এসে ভিড় জমিয়েছেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। মেলার আড়ম্বর দেখে সরকারের প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। ইতিমধ্যেই কুম্ভ মেলার বিশেষ কিছু ছবিও সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তারই মধ্যে একজন সবচেয়ে বেশি নজর কেড়েছেন। কুম্ভ মেলায় এসে রাতারাতি হয়ে উঠেছেন সেলিব্রেটি। সকলের মুখে এখন একটাই নাম। সকলের আলোচনার খাতায় একজন নারী। কে এই রমণী? কেন তাঁকে নিয়ে এত জল্পনা?
কুম্ভ মেলায় (Kumbh Mela) ভাইরাল হর্ষা রিচারিয়া:
কুম্ভ মেলার (Kumbh Mela) দৌলতে দেখা মিলেছে হর্ষা রিচারিয়ার। সমাজ মাধ্যমে তাঁর ভিডিও বেশ ভাইরাল হয়েছে। ৩০ বছরের হর্ষা প্রয়াগরাজের মহাকুম্ভ থেকে নানা ভিডিয়ো পোস্ট করছেন। কুম্ভ মেলায় এসে কি করছেন, না করছেন সমস্ত কিছুর আপডেট নিজের ইনস্টাগ্রাম পেজে তুলে ধরছেন। আর তারপর থেকেই তিনি ভাইরাল হতে শুরু করেন। বলা যায়, রাতারাতি তার ফ্যান-ফলোয়ার যেন একলাফে বাড়তে শুরু করে। ইতিমধ্যেই লাখ লাখ মানুষ তাকে ফলো করতে শুরু করেছেন। জানা গিয়েছেন তিনি একজন সাধ্বী অর্থাৎ সন্ন্যাসিনী।
View this post on Instagram
কে এই সন্ন্যাসিনী: বলা যায় হর্ষা সোশ্যাল মিডিয়ার অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি। ইন্সটাগ্রামে তাঁর মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স। তবে তিনি শুধু একজন সন্ন্যাসিনী নয় একই সাথে, তিনি নিজের পরিচয় হিসেবে জানিয়েছেন একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার। পাশাপাশি সোশ্যাল অ্যাক্টিভিস্টও বটে। এছাড়াও, তিনি নিজেকে একজন সনাতনী শেরনি হিসেবে পরিচয় দিয়েছেন। আর এই সমস্ত কিছু পরিচয় জানা গিয়েছে তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে।
আরও পড়ুনঃ মাধ্যমিক শুরুর একমাস আগে বড় ঘোষণা মধ্য শিক্ষা পর্ষদের! জারি হল একগুচ্ছ শর্ত
ধর্মগুরুর উপাসক তিনি: হর্ষা রিচারিয়া সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে লিখেছেন যে তিনি নিরঞ্জনী আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী শ্রী কৈলাশনান্দগিরি জি মহারাজের শিষ্য। কুম্ভ মেলায় (Kumbh Mela) হর্ষা রিচারিয়া গলায় রুদ্রাক্ষ জপমালা, হলুদ শাড়ি, মেক আপ, ম্যাটেড চুলে সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ায় টিম ইন্ডিয়ার সাথে “প্রতারণা” করেছেন সরফরাজ? BCCI-এর কাছে জানানো হল নালিশ
সূত্র মারফত জানা যায়, কুম্ভ মেলায় ভাইরাল এই সন্ন্যাসিনী উত্তরাখণ্ডের বাসিন্দা। বর্তমানে তিনি সমস্ত কিছু ত্যাগ করে এখন আধ্যাত্মিকতার দিকে ঝুঁকেছেন। একসময় গ্ল্যামার ওয়ার্ল্ড তাঁর পছন্দ থাকলেও, এখন সেই সমস্ত কিছুকে বাদ দিয়ে তিনি শুধুই আধ্যাত্মিক ধ্যান-ধারণা নিয়ে ব্যস্ত। জানা যায়, ১৩ জানুয়ারি হর্ষা রিচারিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার ছিল ৬ লক্ষের অনেকটাই উপরে। কিন্তু মাত্র একদিনের ব্যবধান অর্থাৎ ১৪ জানুয়ারি পর তাঁর ফলোয়ার সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০ লক্ষ। বোঝাই যাচ্ছে। রাতারাতি তিনি ঠিক কিভাবে ভাইরাল হয়ে যান।