বাংলাহান্ট ডেস্ক : টেলিপাড়ার মিষ্টি দম্পতি আদৃত রায় (Adrit Roy) এবং কৌশাম্বী চক্রবর্তী। পর্দায় দুজনে ভাই বোনের চরিত্রে অভিনয় করলেও চিত্রনাট্য ছাপিয়ে বাস্তবে টান পড়েছিল দুটো হৃদয়ে। সেই ভালোবাসাকে সাক্ষী রেখে গত বছর বিবাহবন্ধনে আবদ্ধ হন আদৃত কৌশাম্বী। তারপর অভিনেতাদের যেমন জীবন… আবারও ভিন্ন ভিন্ন নায়ক নায়িকার সঙ্গে পর্দায় নিজ নিজ চরিত্রে অভিনয় শুরু করেছেন দুজনেই।
জনপ্রিয়তা বেড়ে চলেছে আদৃতের (Adrit Roy)
‘মিঠাই’ সিরিয়াল অনেক কিছু এনে দিয়েছে আদৃতকে (Adrit Roy)। জীবনসঙ্গিনীর পাশাপাশি আকাশ প্রমাণ জনপ্রিয়তাও পেয়েছেন তিনি। মিঠাই এর ‘উচ্ছেবাবু’ হয়ে বহু তরুণী যুবতীর মন চুরি করেছেন তিনি। অবশ্য শুধু যুবতীদের বললে ভুল হবে। বয়স নির্বিশেষে মহিলা মহলে জনপ্রিয়তা বেড়েছে তাঁর। তার প্রমাণ এখনো পাওয়া যায় স্টুডিও সহ সোশ্যাল মিডিয়ায় ফ্যান পেজে।
রয়েছেন একজন বিশেষ অনুরাগী: এর মধ্যে এমন একজন অনুরাগীও আছেন যিনি একটু বেশি ‘স্পেশ্যাল’। আদৃতকে (Adrit Roy) চোখে হারান তিনি। অভিনেতার টানে বহুবার মিঠাই এর সেটে ছুটে গিয়েছেন তিনি। আদৃতের জন্মদিনে কেক নিয়ে গিয়েছিলেন। অভিনেতাকে জড়িয়ে ধরে, তাঁর বুকে মাথা রেখে ছবি তুলেছেন। তবে সবটাই কিন্তু বাৎসল্য স্নেহে।
আরো পড়ুন : ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি! ইউনূসের বিরোধিতায় বাংলাদেশের রাজপথ দখল করে প্রতিবাদ শ্রমিকদের
কে আদৃতের এই ভক্ত: হ্যাঁ, নিজেকে ‘যশোদা মা’ আর আদৃতকে (Adrit Roy) ‘লাড্ডু গোপাল’ নাম দিয়েছেন তাঁর এই বিশেষ অনুরাগী, মৌসুমী সাহা। সম্প্রতি মিত্তির বাড়ির সেটেও আদৃতের সঙ্গে দেখা করতে হাজির হয়েছিলেন তিনি। দুটি ছবি শেয়ার করেছেন সেই সাক্ষাতের। সেখানে অভিনেতার গালে হাত দিয়ে আদর করতে দেখা গিয়েছে তাঁকে। সঙ্গে তিনি লিখেছেন, ‘একটা টান… মনের অদ্ভুত একটা টান… মাতৃত্বের টান… বাৎসল্য স্নেহে আঁকড়ে ধরে রাখার টান… এই টান বারবার টেনে নিয়ে যায়… সামনে এসে যখন দাঁড়ায় গোপাল আমার… তা সে এক বছর পর আসুক, বা একদিন পর… প্রত্যেকটা বার… রীতিমতো প্রত্যেকটা বার যেন মনে হয় কত্তদিন পর দেখলাম রোদ্দুর কে! আঁকড়ে ধরে রাখার তাগিদ টা আরোই বেড়ে যায়….’।
View this post on Instagram
আরো পড়ুন : “পাশে আছি…”, বন্ধুত্বের আড়াল কাটল অবশেষে, রণজয়ের জন্মদিনেই প্রেমে শিলমোহর শ্যামৌপ্তির!
আদৃত (Adrit Roy) আর তাঁর এই অনুরাগীর সম্পর্কটা যে শুধুই আর সোশ্যাল মিডিয়াতে থেমে নেই তার প্রমাণও মিলেছে। আদৃত কৌশাম্বীর বিয়েতে হাজির ছিলেন মৌসুমী। সিরিয়াল বদলেছে, চরিত্র বদলেছে। কিন্তু ‘কানহা’র প্রতি মৌসুমীর স্নেহ, ভালোবাসা রয়ে গিয়েছে একই রকম।
View this post on Instagram