বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই জানেন যে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) সঙ্গে যুক্ত সেরা লেগ স্পিনার হলেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। বৃহত্তম ফরম্যাটে সুযোগ না পেলেও সীমিত ওভারের ক্রিকেটে তার ঘূর্ণি বিপাকে ফেলে বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটারদের। আর ক্রিকেট খেলার পাশাপাশি নিজের আজব আজব কাজকর্মের জন্য শিরোনামে এসে থাকেন তিনি।
সম্প্রতি তার সঙ্গে একটি নারীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে এক বিদেশি মেয়ের কাঁধে থুত্নী রেখে সেলফি তুলতে ব্যস্ত চাহাল। সেই ছবি দেখার পর আচমকেই প্রশ্ন উঠেছে যে এই রহস্যময়ী নারী আসলে কে? আর এই ছবি দেখে তার স্ত্রী ধনশ্রীর প্রতিক্রিয়া কি হবে!
প্রসঙ্গত ধনশ্রীর সাথে চাহালের ভারতীয় দলের সতীর্থ শ্রেয়স আইয়ারের সম্পর্ক নিয়ে প্রায়ই নানান রকম কানাঘুষো শোনা যায়। বিভিন্ন ভিডিওতে শ্রেয়সকে নিজের বন্ধুপত্নীর সাথে নাচ, ফিটনেস ট্রেনিং করতে দেখা গিয়েছে। কিছুদিন আগেই বৃষ্টির দিনে ঘরে শুয়ে বাইরের বৃষ্টিস্নাত প্রকৃতির একটি ছবি শেয়ার করেছিলেন ধনশ্রী। একই সময় শ্রেয়স আইয়ারও প্রায় একই রকমের একটি ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ছবি দুটি দেখে প্রশ্ন উঠে গিয়েছিল তবে কি তারা একই ঘরে বিশ্রাম নিচ্ছেন। এইসব নিয়ে মাঝেমধ্যেই চাহালকে সোশ্যাল মিডিয়ায় বিব্রত হতে হয়। তবে আজ পর্যন্ত কোনওদিনই এই নিয়ে কোনও মন্তব্য করেননি ভারতীয় লেগস্পিনার।
তবে চাহালের সঙ্গে এই নারীকে দেখে এবার ভক্তরা বলছেন যে নিজের স্ত্রী ধনশ্রীকে পাল্টা জবাব দিয়েছেন ভারতীয় তারকা। কারণ আজ পর্যন্ত শ্রেয়সের সঙ্গে তার নাম জড়িয়ে যে গুজব গুলো রোটেছে তার বিরুদ্ধে কোনদিনও মুখ খুলতে দেখা যায়নি চাহাল পত্নীকে। ফলে অনেকেরই ধারণা হয়েছে যে ব্যাপারটা যথেষ্ট উপভোগ করছেন তিনি।
অনেকেই হয়তো জানেন না যে ক্রিকেট খেলার পাশাপাশি চাহাল একজন উঁচুমানের দাবাড়ু। তিনি এই ইন্ডোর গেমসে ভারতের প্রতিনিধিত্বও করেছেন একটা সময়। এখনও সুযোগ পেলেই দাবার বোর্ড নিয়ে নিজের বন্ধু বান্ধবদের সাথে খেলা শুরু করে দেন। আর ‘জেসে ফেব্রুয়ারি’ নামক এই দক্ষিণ আফ্রিকান মহিলা হলেন নিজের দেশের মহিলা দাবা চ্যাম্পিয়ন। সম্প্রতি দুবাইয়ে গ্লোবাল চেজ লিগে উপস্থিত ছিলেন চাহাল এবং সেখানেই তার সঙ্গে সাক্ষাৎ ঘটে এই মহিলার। জেসে একজন ক্রিকেট ভক্ত বটে। তাই চালের সঙ্গে দেখা হওয়া মাত্র তিনি একটি সেলফি তুলে সেটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।