রয়েছে দীর্ঘ সামরিক অভিজ্ঞতা, আমেরিকায় এবার হিন্দু গোয়েন্দা প্রধান! চমকে দেবে তুলসীর পরিচয়

বাংলাহান্ট ডেস্ক : মাইক ওয়াল্টজ এর পর আবারো এক ‘ভারত বন্ধু’কে গুরুত্বপূর্ণ পদ দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। গত বুধবার আমেরিকার (United States of America) নব নির্বাচিত ট্রাম্প সরকারের তরফে ডিরেক্টর অফ ন্যাশনাল ইনটেলিজেন্স বা গোয়েন্দা দফতরের অধিকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন ভারতীয় যোগ থাকা তুলসী গ্যাবার্ড। প্রাক্তন হিন্দু ডেমোক্র্যাট সদস্য থেকে দল বদল করে তিনি ট্রাম্পকে সমর্থন করতে শুরু করেন। সেই সঙ্গে যোগ দেন রিপাবলিকান পার্টিতে।

ট্রাম্পের (United States of America) গোয়েন্দা দফতরের প্রধান তুলসী গ্যাবার্ড

আমেরিকান (United States of America) সামোয়ায় জন্ম তুলসী গ্যাবার্ডের। তিনি মূলত বড় হয়ে ওঠেন হাওয়াইতে এবং কম সময়ের জন্য ফিলিপাইনে। পড়াশোনা শেষ করার আগেই হাওয়াই বিধানসভার সদস্য হিসেবে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। তখন তুলসীর বয়স মাত্র ২১ বছর। পরবর্তীকালে হাওয়াই ন্যাশনাল গার্ডেও যোগদান করেন তিনি। এক সময়ে আর্মি রিজার্ভের লেফটেন্যান্ট কর্নেল পদে থেকেছেন তুলসী। ইরাকে যুদ্ধের অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

Who is United States of America tulsi gabbard

কী কাজ করতে হবে তুলসীকে: তবে অদ্ভূত ভাবে কোনো গুপ্তচর সংস্থায় কখনো কাজ করেননি তুলসী। যদিও তিনি এবার গোয়েন্দা দফতরের অধিকর্তা হলে ১৮ টি গুপ্তচর সংস্থা পরিচালনা করতে হবে তাঁকে। সেই সঙ্গে প্রেসিডেন্টের (United States of America) সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখা এবং তাঁকে ব্রিফ দেওয়াও হবে তুলসীর কাজ। উল্লেখ্য, ২০২৪ সালে ট্রাম্পের এক সভায় রিপাবলিকান পার্টিতে যোগ দেন তিনি। ডেমোক্র্যাট পার্টি ত্যাগ করার পর প্রাক্তন জো বাইডেন সরকারের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তুলেছিলেন তুলসী।

আরো পড়ুন : মৃতদেহ থেকে উধাও চোখ, ইঁদুরের ওপর দোষ চাপালেন চিকিৎসকেরা, কেলেঙ্কারি এই সরকারি হাসপাতালে

তুলসীর ভারত এবং হিন্দু যোগ: তুলসী গ্যাবার্ড ভারতীয় বংশোদ্ভূত নন। তবে তাঁর সঙ্গে ভারতীয় যোগ (United States of America) রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও বেশ ঘনিষ্ঠ তিনি। ২০১৪ সালে মোদীর ব্যক্তিগত আমন্ত্রণে ভারতে এসেছিলেন তিনি। বক্তব্য রেখেছেন আরএসএস এর সভায়। এমনকি তুলসীর বিয়ের অনুষ্ঠানে মোদীর তরফে উপহার নিয়ে উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতা রাম মাধব। কিন্তু ভারতীয় না হলেও তাঁর নাম তুলসী হল কীভাবে?

আরো পড়ুন : ‘শক্তিমান একজনই, আর সেটা আমি’, রণবীর নন, সিনেমাতেও ব্যাটন ধরবেন মুকেশ-ই?

আসলে তুলসীর মা ক্যারোল বড় হয়েছেন মিশ্র সংস্কৃতিতে। হিন্দু ধর্মের প্রতি তাঁর ছিল অনুরাগ। একা তুলসী নন, তাঁদের পাঁচ ভাইবোনের নামেই রয়েছে হিন্দু ছোঁয়া। আপন করেছেন হিন্দু ধর্ম। এমনকি ইস্কনের সঙ্গেও যুক্ত রয়েছেন তুলসী গ্যাবার্ড।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর