বাংলা হান্ট ডেস্কঃ করোনা মহামারী একদিকে যেমন গোটা বিশ্বের সামনে একটি বড় সঙ্কটের পরিস্থিতি সৃষ্টি করেছে, আরেকদিকে তেমনই এটি ভারতের জন্য স্বাস্থ্য বীমা যোজনা ‘আয়ুষ্মান ভারত”কে (Ayushman Bharat Yojana) এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ হয়ে উঠেছে। বিশ্ব স্বাস্থ্য সংগঠন (WHO) এর প্রধান টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস এই রায় ব্যাক্ত করেছেন। WHO এর মহানির্দেশক গেব্রেইয়েসুস ভারতে করোনার পরিস্থিতি নিয়ে করা প্রশ্নের উত্তরে বলেন, এটা ভারতের কাছে বিশেষ রুপে প্রাথমিক স্বাস্থ্য সেবাকে এগিয়ে নিয়ে যাওয়ার অবসর।
ভারতে করোনার মামলা এখনো অনেক দ্রুত গতিতে বাড়ছে। শুক্রবার করোনার মামলায় ভারত ইতালিকে পিছিয়ে ফেলেছে। স্বাস্থ্য মন্ত্রালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ৬৫৭ হয়েছে। গোটা দেশে এখনো পর্যন্ত ৬ হাজার ৬৪২ জন এই মহামারীতে প্রাণ হারিয়েছে।
গেব্রেইয়েসুস শুক্রবার সংবাদ সন্মেলনে বলেন, ‘করোনা গোটা বিশ্বের অনেক দেশের জন্যই সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এই সঙ্কটের মধ্যে সবাইকে সুযোগও খুঁজে নিতে হবে। উদাহরণের জন্য ভারতের আয়ুষ্মান যোজনার কথা উল্লেখ করেন তিনি।” উনি বলেন, ভারতের কাছে এখন এই স্বাস্থ্য প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়।
উনি বলেন, ভারতকে এখন বিশেষরুপে প্রাথমিক স্বাস্থ্যসেবাতে নজর দিতে হবে। উনি বলেন, আমি এটা জানতে পেরেছি যে, ভারত সরকার আয়ুষ্মান ভারত প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর হয়েছে।
আপনাদের জানিয়ে দিই, আয়ুষ্মান ভারত বিশ্বের সবথেকে বড় স্বাস্থ্য প্রকল্প। নরেন্দ্র মোদী সরকার ২০১৮ সালে এই প্রকল্পের সূচনা করেছিল। নরেন্দ্র মোদী গত মাসে বলেছিলেন যে, এই প্রকল্পে সুবিধা নেওয়ার সংখ্যা এক কোটি হয়ে গেছে। এই যোজনা অনুযায়ী প্রতি বছর প্রতি পরিবারকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ দেওয়া হয়।