বিশ্ব (world) এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহানে পরে ইরানে এই রোগের প্রকোপ বেশী বেড়ে গেছিলো। আর এখন পরিস্থিতি খুব খারাপ হলেও ইরান স্বাভাবিক করার চেষ্টা করছে।
আর তারপরে আবার খারাপ অবস্থায় দেখা যায় ইতালিকে। আর এখন সবথেকে খারাপ অবস্থায় আমেরিকা। গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৪ লক্ষ ৭১ হাজার, আর এই ভাইরাসের জেরে আপাতত বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ২১ হাজার লোকের।
শুধু তাই নয় এই বিশ্বব্যাপী এই রোগের হাত থেকে বিশ্বের উন্নয়নশীল দেশগুলোও রেহাই পেলো না। এই মুহূর্তে এই ভাইরাসের জেরে চীন,স্পেন, ইতালির পরিস্থিতি আরও শোচনীয় হয়ে পড়েছে। যেখানে ইটালির মতো উন্নতিশীল দেশে এই ভাইরাসের জেরে মৃত্যু হয়েছে ৭ হাজারেরও বেশি মানুষের আর আমেরিকায় মৃত্যু হয়েছে ১ হাজার মানুষের।
হু এর প্রধান এর মধ্যেই জানিয়েছেন ” কিছুটা হলেও এই ভাইরাসকে ছড়িয়ে পড়ার হাত থেকে রখা সম্ভব হবে, তবে পুরোপুরি ভাবে খতম করা সম্ভব হবে না এতে।তাই এক্ষেত্রে করোনাকে পুরোপুরি খতম করতে হলে প্রয়োজন আছে তার ওপর পাল্টা আক্রমণ চালানোর”। কিছদিন আগেই হু করোনা ভাইরাস নিয়ে ভারতের প্রশংসা করেছিলো। ওই দিন তিনি জানান “লকডাউন এর পথে হেঁটে আমরা এই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচার জন্য বিকল্প পথ খুঁজতে পেরেছি “। তবে এবার মনে হয় আক্রমন করা উচিৎ।