বাংলা হান্ট ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংগঠন (World Health Organization) এর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ডঃ পুনম ক্ষেত্রপাল (Dr Poonam Khetrapal Singh) বলেন, ভারত (India) করোনা নিয়ে প্রথম থেকেই সাবধানতা অবলম্বন করে এসেছে। ভারত করোনার জন্য হাসপাতাল তৈরি করেছে, ওষুধের ব্যবস্থা করেছে আর পরীক্ষার ক্ষমতা বাড়ানোর সাথে সাথে নিজেদের সমস্ত রকম প্রস্তুতি সেরে ফেলেছে।
We're aware of varying capacities at sub-national levels. Not unusual in country as big as India&its population size,that measures taken may often not be uniformly sufficient across all areas. Scaling up capacities&response remains constant need in India:Dr Poonam Khetrapal Singh https://t.co/5mfC0jzgDO
— ANI (@ANI) July 22, 2020
ডঃ ক্ষেত্রপাল বলেন, ‘আমরা ভারতের রাজ্য পর্যায়ে এই ক্ষমতাগুলির বৈচিত্র্যের সাথে পরিচিত। ভারতের মতো বড় দেশ আর বিশাল জনসংখ্যার দেশে এরকম পরিস্থিতি অসামান্য নয়। যে ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে তা প্রায় সব ক্ষেত্রে সমানভাবে পর্যাপ্ত নাও হতে পারে। ক্ষমতা এবং প্রতিক্রিয়া বৃদ্ধির জন্য ভারতে নিরন্তর আবশ্যকতার প্রয়োজন।”
ভারতের করোনার মোট মামলা ১১ লক্ষ ৯২ হাজার ৯১৫ হয়ে গেছে। দেশে গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৭২৪ টি নতুন মামলা সামনে এসেছে আর ৬৪৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দেশে এখনো এই মহামারীর কারণে ২৮ হাজার ৭৮১ জনের প্রাণ গেছে। দেশে ৪ লক্ষ ১৩ হাজার ৮৯২ টি মামলা সক্রিয়। আর এখনো পর্যন্ত ৭ লক্ষ ৫২ হাজার ৫৯৬ জন মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন।