কে ছাপছিল দাদার অনুগামী ফ্লেক্স? সিপিএম কর্মীকে ধরল তৃণমূল কর্মীরা

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যজুড়ে ছড়িয়ে রয়েছে দাদার অনুগামী ব্যানার পোস্টার। কিন্তু কারা করছে এসব? তা ধরতে গিয়ে বিজেপি (Bharatiya Janata Party) এবং সিপিএম (CPIM) কর্মীদের উপর অভিযোগ তুলল তৃণমূল (All India Trinamool Congress)। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগণার গাইঘাটার চাঁদপাড়ায় দাদার অনুগামী ফ্লেস্ক ছাপতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন এক সিপিএম কর্মী। আবার তাঁকে নাকি এই কাজের দায়িত্ব দিয়েছিলেন ২ বিজেপি কর্মী। সব মিলিয়ে আবারও রাজনৈতিক তর্জা তুঙ্গে।

বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে দাদার অনুগামী পোস্টার, ব্যানার। প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেও, দল এবং বিধায়কের পদ এখনও তিনি ধরে রেখেছেন। তৃণমূলের সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করেননি তিনি। তবে এরই মধ্যে দিকে দিকে ছড়িয়ে পড়ছে দাদার অনুগামীর ব্যানার। তবে এই ব্যানার টাঙানো নিয়ে আবার তৃণমূলের অন্দরে জল্পনার শেষ নেই।

jnnshh

দাদার অনুগামী ফ্লেক্স টাঙানোর ফ্রেম বানাচ্ছেন সিপিএম কর্মী!
অভিযোগ উঠেছে এইভাবেই উত্তর ২৪ পরগণার গাইঘাটার চাঁদপাড়া এলাকায় বৃহস্পতিবার এক ব্যক্তিকে দাদার অনুগামী ফ্লেক্স টাঙানোর জন্য কাঠের ফ্রেম তৈরি করতে দেখেন তৃণমূলকর্মীরা। বিডিও অফিসের সামনে কর্মরত ওই ব্যক্তিকে চাপ দিতেই তিনি জানান- পার্থ সাহা নামে এক ব্যক্তি তাঁকে এই কাজের বরাত দিয়েছেন।

অভিযোগ অস্বীকার করেছে বিজেপি
এদিকে পার্থ সাহা আবার ওই এলাকার একজন সিপিএম কর্মী। তাঁকে গিয়ে জোর করে চেপে ধরতেই তিনি বলেন- দুজন বিজেপি কর্মী তাঁকে এই ফ্লেক্স ছাপানোর কাজের দায়িত্ব দিয়েছেন। তাই তিনি এই কাজ করছেন। তবে তৃণমূলের তরফ থেকে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছেন বিজেপি সদস্যরা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর