সারেগামাপা ফাইনালের লড়াইয়ে মুখোমুখি অতনু-অনীক-আরাত্রিকা, দুই “বিস্ময় বালক”কে টক্কর দিতে পারলেন বাঁকুড়ার মেয়ে?

বাংলাহান্ট ডেস্ক : দ্রুত এগিয়ে আসছে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’র (Saregamapa) গ্র্যান্ড ফিনালে। জানা গিয়েছে, ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে সেমি ফাইনাল পর্বের শুটিং। তবে সম্প্রচার এখনো বাকি। শেষ ধাপের লড়াই চলছে প্রতিযোগীদের মধ্যে। সম্প্রতি জানা গিয়েছে, এবারের সিজনে থাকবে দুজন বিজেতা। বয়সে বড় প্রতিযোগীদের মধ্যে একজনকে বেছে নেওয়া হবে সেরা হিসেবে। আর খুদে প্রতিভাদের মধ্যেও হবে একজন বিজয়ী।

সারেগামাপা (Saregamapa) গ্র্যান্ড ফিনালের প্রথম প্রোমো

সম্প্রতি সামনে এসেছে সারেগামাপার (Saregamapa) গ্র্যান্ড ফিনালে পর্বের প্রথম প্রোমো। সেখানে দেখা গিয়েছে টপ ৫ এ যাওয়ার জন্য মুখোমুখি লড়াইয়ে নেমেছে অনীক জানা, অতনু মিশ্র এবং আরাত্রিকা সিনহা। অতনু এবং অনীক, এই দুই খুদে প্রতিভা এবার কার্যত মাতিয়ে দিয়েছে গোটা সিজন। দুই ‘বিস্ময় বালক’ এর সঙ্গে প্রতিযোগিতায় কতটা টক্কর দিতে পারলেন আরাত্রিকা?

Who went to grand finale of zee bangla saregamapa

কারা উঠলেন ফিনালেতে: কমেন্ট সেকশনে নেটিজেনদের মধ্যেও শুরু হয়ে গিয়েছে আলোচনা, বিতর্ক। নিজ নিজ পছন্দের প্রতিযোগীদের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে অনেককে। উল্লেখ্য, এর আগে সারেগামাপা (Saregamapa) সেমি ফিনালের পর্বের পর একটি ছবি শেয়ার করেছিলেন বিচারক রাঘব চট্টোপাধ্যায়। সেখানে সোনালি ‘গ্র্যাজুয়েশন’ টুপি পরে দেখা গিয়েছিল সত্যজিৎ, অতনু এবং অনীককে। কিন্তু সেখানে আরাত্রিকার দেখা মেলেনি।

আরো পড়ুন : TRP তালিকায় বিরাট ধাক্কা, একসঙ্গে বন্ধের মুখে দুই চ্যানেলের তিনটি মেগা!

কবে হবে ফিনালে: সেই ছবিটি দেখে অনেকেই প্রশ্ন করেছিলেন, তবে কি এই তিন প্রতিযোগীই উঠেছেন ফাইনালে? শুধু তাই নয়, এর আগে সারেগামাপার (Saregamapa) সেটে রুক্মিণী মৈত্রের লাইভে দেখা গিয়েছিল, হারমোনিয়াম নিয়ে গানের রিহার্সাল করছে অতনু। এই খুদে প্রতিযোগী যে ফিনালেতে রয়েছেন তা বোঝা গেলেও পুরস্কার কার কার হাতে উঠেছে তা স্পষ্ট হয়নি।

আরো পড়ুন : জি বাংলার মেগার পরিচালক ‘নিষিদ্ধ’ টেলিপাড়ায়! অথৈ জলে সিরিয়ালের ভবিষ্যৎ

এবারের সিজন বেশ জমজমাট ছিল সারেগামাপার। জি বাংলার এই নন ফিকশন শোতে উঠে এসেছে একাধিক প্রতিভা। অতনু, অনীক, সৃজিতা, ঐশীদের মতো খুদে প্রতিযোগীরা যেমন চমকে দিচ্ছে তাদের গায়কী দিয়ে, তেমনি মুগ্ধ করছে সাঁই, আরাত্রিকা, আরিয়ান, দিবাকররাও। মনে করা হচ্ছে, ফেব্রুয়ারির শেষ বা মার্চের শুরুতেই হতে পারে গ্র্যান্ড ফিনালে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর