কাউন্টডাউন শুরু! প্রকাশ্যে এল দিনক্ষণ, কারা জায়গা পেলেন সারেগামাপা গ্র্যান্ড ফিনালেতে?

বাংলাহান্ট ডেস্ক : দিন গোনা শুরু হয়ে গিয়েছে জি বাংলা সারেগামাপা (Saregamapa) গ্র্যান্ড ফিনালের জন্য। বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় গানের রিয়েলিটি শোয়ের চূড়ান্ত পর্বের সম্প্রচার হতে চলেছে খুব শীঘ্রই। ইতিমধ্যেই গ্র্যান্ড ফিনালের শুটিং হয়ে গিয়েছে। অপেক্ষা ছিল সম্প্রচারের। এবার সামনে এল দিনক্ষণ।

কারা জায়গা পেলেন সারেগামাপা (Saregamapa) গ্র্যান্ড ফিনালেতে

সম্প্রতি চ্যানেলের তরফে সামনে আনা হয়েছে গ্র্যান্ড ফিনালের কিছু ঝলক। সেখানেই প্রকাশ করা হয়েছে চূড়ান্ত পর্ব সংক্রান্ত তথ্য। একই সঙ্গে দেখা গিয়েছে, চূড়ান্ত পর্বে (Saregamapa) কারা কারা জায়গা পেয়েছেন, কারাই বা গান গাইতে পারবেন। এবারের সিজনের বিজয়ীর শিরোপা কে কে পাবেন তা জানতে আগ্রহী সকলেই।

Who went to zee bangla saregamapa grand finale episode

প্রোমোতে কী দেখা গেল: ইতিমধ্যেই জানা গিয়েছে, বড় এবং ছোটদের মধ্যে থেকে তিন জন করে মোট ছয় জন জায়গা পাবে গ্র্যান্ড ফিনালেতে (Saregamapa)। তবে শেষমেষ বিচারকরা সংখ্যা বাড়িয়ে ১০ জন করে দেন। চ্যানেলের তরফে প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা গিয়েছে, বড়দের মধ্যে থেকে ময়ূরী এবং দেয়াশিনীকে গান গাইতে। ‘পিয়া তু’ গেয়ে ঝড় তোলেন দেয়াশিনী। অন্যদিকে ‘আজ কি রাত’ গাইতে শোনা যায় ময়ূরীকে।

আরো পড়ুন : TRP টানতে আগাগোড়া বদল গল্পে, নায়িকার “ট্র্যাজিক” পরিণতি দিয়েই ফুরোচ্ছে জি এর সিরিয়াল!

কবে হবে সম্প্রচার: পিছিয়ে নেই ছোটরাও। অতনু এবং অনীক, দুই বিস্ময় বালককেই দেখা গিয়েছে গ্র্যান্ড ফিনালের মঞ্চে গান গাইতে। শেষমেষ কে হবে বিজয়ী হবে তা অনেকেই জেনে গিয়েছেন ইতিমধ্যে। বাকিদের ধৈর্য ধরতে হবে আগামী ২ রা মার্চ পর্যন্ত। ওইদিনই টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হতে চলেছে সারেগামাপা (Saregamapa) গ্র্যান্ড ফিনালে। সারেগামাপার (Saregamapa) গ্র্যান্ড ফিনালেতে গান দিয়ে মঞ্চ মাতাবেন খ্যাতনামা সঙ্গীতশিল্পী আদনান সামি। ‘মুঝকো ভি তো লিফট করা দে’, ‘তেরা চেহেরা’র মতো তাঁর জনপ্রিয় ট্র্যাক গুলি গ্র্যান্ড ফিনালেতে শিল্পীর কণ্ঠে শোনা যাবে বলে খবর। পাশাপাশি পিয়ানো বাজাতে এবং চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হওয়া প্রতিযোগীদের সঙ্গে গান গাইতেও দেখা যাবে তাঁকে।

আরো পড়ুন : পরপর ধাক্কা, মাত্র ৫ মাসেই এমন পরিণতি! জি এর মেগার সঙ্গে “অবিচার” মানতে পারছেন না দর্শকরা

গ্র্যান্ড ফিনালেতে বিচারকরা তো থাকছেনই, সঙ্গে দেখা যাবে হৈমন্তী শুক্লাকেও। গান থাকছে শান্তনু, কৌশিকীর। সঙ্গে আবিরের সঞ্চালনা তো থাকছেই। সব মিলিয়ে গ্র্যান্ড ফিনালে (Saregamapa) যে বেশ জমজমাট হতে চলেছে তেমনটাই আভাস পাওয়া গিয়েছে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর