বাংলাহান্ট ডেস্ক : বড়পর্দায় আসতে চলেছে অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর (Mahua Roy Choudhury) জীবনীচিত্র। এ খবর তো আমরা আগেই জানিয়েছি। বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম সুপ্রতিষ্ঠিত এবং দক্ষ অভিনেত্রী ছিলেন তিনি। মাত্র ২৬ বছর বয়সেই প্রায় ৮০ টি ছবিতে অভিনয় করে ফেলেছিলেন তিনি। সে সময়কার প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। তবে দর্শকরা বেশিদিন পাননি তাঁকে। কয়েক বছর চুটিয়ে অভিনয় করে সাফল্য এবং খ্যাতির শীর্ষে উঠেছিলেন মহুয়া (Mahua Roy Choudhury)। সেই শিখরে থাকতে থাকতেই ইহজগৎকে বিদায় জানান তিনি।
বড়পর্দায় আসছে মহুয়া রায়চৌধুরীর (Mahua Roy Choudhury) বায়োপিক
ফিল্মি কেরিয়ারে যেমন সাফল্য পেয়েছিলেন, ব্যক্তিগত জীবনটাও তেমনি নানান বিতর্কে ভরা ছিল। বিশেষত তাঁর মৃত্যু ঘিরে আজও রহস্য দানা বেঁধে রয়েছে টলিপাড়ার অন্দরে। মাত্র ২৬ বছর বয়সে উজ্জ্বল ভবিষ্যৎ ফেলে রেখে পরপারের উদ্দেশে পাড়ি দেন অভিনেত্রী। কিন্তু এমন বিস্ময়কর প্রতিভাকে কতটুকুই বা চেনে বর্তমান প্রজন্ম! তাই এবার বড় উদ্যোগ নিতে চলেছে টলিউড।
কে থাকবেন মুখ্য চরিত্রে: প্রযোজক রানা সরকারের উদ্যোগে বড়পর্দায় আসছে মহুয়া রায়চৌধুরীর (Mahua Roy Choudhury) বায়োপিক। আসন্ন বায়োপিকে পরিচালক হিসেবে দেখা যাবে নবাগতা সোহিনী ভৌমিককে। চিত্রনাট্য লেখা এবং বিষয়বস্তু গবেষণার দায়িত্বে থাকছেন সোহিনী এবং দেবপ্রতিম দাশগুপ্ত। ছবির নায়িকা হিসেবে কাকে দেখা যাবে তা নিয়ে চলছিল গুঞ্জন, জল্পনা। অবশেষে সামনে এল নায়িকার নাম।
আরো পড়ুন : হনুমানের হানায় দেশব্যাপী লোডশেডিং! অবাক কাণ্ড ভারতের এই পড়শি দেশে
থাকার কথা এই অভিনেত্রীর: জানা গিয়েছে, অভিনেত্রী রাজনন্দিনী দত্তকে দেখা যাবে নায়িকা হিসেবে। বড়পর্দা এবং ওয়েব সিরিজের জনপ্রিয় মুখ তিনি। তবে এর আগে শোনা গিয়েছিল, প্রখ্যাত অভিনেত্রীর (Mahua Roy Choudhury) ছোটবেলার চরিত্রে দেখা যেতে পারে জনপ্রিয় শিশুশিল্পী অয়ন্যা চট্টোপাধ্যায়কে। পাশাপাশি অভিনেত্রীর শেষ বয়সের লুকেও তাঁর থাকার সম্ভাবনা রয়েছে প্রবল। ইতিমধ্যে নাকি লুক টেস্টও হয়ে গিয়েছে তাঁর। তবে আদৌ তিনি থাকছেন কিনা তা জানা যায়নি।
আরো পড়ুন : আরো বিপাকে রণবীর! মহারাষ্ট্র-অসমের পর এবার মধ্যমগ্রামেও FIR দায়ের ইউটিউবারের বিরুদ্ধে
প্রসঙ্গত, ছোটপর্দা তথা বড়পর্দার অতি পরিচিত মুখ অয়ন্যা। অনেক ছোট থেকেই অভিনয় জগতে রয়েছেন তিনি। কাজ করেছেন ‘করুণাময়ী রাণী রাসমণি’, ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’, ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ এর মতো সিরিয়াল এবং ‘মিনি’, ‘মানুষ’ এর মতো ছবিতেও। দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় তিনি।