বাংলা হান্ট ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে চলা পাঁচ ম্যাচের বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে ভারতীয় দল ১-২-তে পিছিয়ে রয়েছে। চলতি টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স তেমন নজর কাড়তে পারেনি। মনে করা হচ্ছে এর সবচেয়ে বড় কারণ হল ড্রেসিং রুমের অশান্তি। এদিকে, রোহিত শর্মা (Rohit Sharma) ব্যাটার হিসেবে পরপর ব্যর্থ হচ্ছেন। এমনকি, তাঁর অধিনায়কত্ব ঘিরেও সমালোচনা শুরু হয়েছে। এমতাবস্থায় রোহিত শর্মার টেস্ট কেরিয়ার এখন প্রশ্নের মুখে পড়েছে। তাঁর দুর্বল অধিনায়কত্ব ও ফ্লপ ব্যাটিংয়ের কারণে সমালোচনার মুখে পড়েছেন রোহিত।
রোহিতের (Rohit Sharma) পর বিরাট হবেন টেস্ট অধিনায়ক?
অস্ট্রেলিয়া সফরে বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে, অধিনায়ক রোহিত (Rohit Sharma) ৫ টি টেস্ট ইনিংসে মাত্র ৩১ রান করেছেন। যার ফলে তাঁর সামগ্রিক পারফরম্যান্স হতাশ করেছে অনুরাগীদের। টাইমস অফ ইন্ডিয়ার এক রিপোর্টে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর টেস্ট ক্রিকেটার হিসেবে রোহিত শর্মার খেলা চালিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ, সোজা কথায় বলতে গেলে টেস্ট ফরম্যাট থেকে রোহিত শর্মার অবসর হয়তো ঘনিয়ে আসছে।
চাঞ্চল্যকর দাবি করা হয়েছে রিপোর্টে: এদিকে, রোহিত (Rohit Sharma) টেস্ট দলের বাইরে চলে গেলে ভারতীয় দলে অনিশ্চয়তার পরিস্থিতি তৈরি হতে পারে। ওই রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে, অধিনায়ক হিসেবে তারকা ব্যাটার বিরাট কোহলির ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। বিরাট কোহলি ৬৮ টি টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করেছেন। তাঁর অধিনায়কত্বে, বিরাট কোহলি ভারতকে ৪০ টি টেস্ট জিতেছেন। যেখানে দলটি ১৭ টি ম্যাচে পরাজয়ের মুখোমুখি হয়েছে। এদিকে, বিরাট কোহলি প্রথম ভারতীয় অধিনায়ক যিনি অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতেছিলেন (২০১৮-১৯)।
আরও পড়ুন: নতুন বছরে নয়া চমক ISRO-র! NASA-র সাথে গাঁটছড়া বেঁধে লঞ্চ করবে বিশ্বের সবচেয়ে দামি স্যাটেলাইট
রোহিত শর্মার ভবিষ্যৎ: এমতাবস্থায়, টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়কত্বের জন্য যদি বিরাট কোহলির নাম উঠে আসে, তবে তার মানে এই যে বর্তমানে টেস্ট দলের দায়িত্ব নিতে পারেন এমন কোনও তরুণ খেলোয়াড়ের প্রতি নির্বাচকদের আস্থা নেই। এদিকে, রোহিত শর্মার (Rohit Sharma) প্রসঙ্গে একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে যে, তিনি মেলবোর্নে তাঁর শেষ টেস্ট ম্যাচ খেলেছেন। কারণ গত কয়েকদিন ধরেই খবর আসছে যে হিটম্যান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুক্রবার থেকে সিডনিতে শুরু হতে চলা টেস্ট ম্যাচে খেলবেন না।
কি জানিয়েছেন গৌতম গম্ভীর: এদিকে, সিডনি টেস্টে রোহিতের বেঞ্চে বসার সম্ভাবনা উড়িয়ে দেননি ভারতের হেড কোচ গৌতম গম্ভীরও। ম্যাচের দিন পিচ দেখে প্লেয়িং ইলেভেনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। সাংবাদিক সম্মেলনে গম্ভীর জানিয়েছেন, “রোহিতের (Rohit Sharma) সাথে সবকিছু ঠিক আছে এবং আমি মনে করি না এটি চলতে থাকবে। আমরা আগামীকাল উইকেট দেখে দল চূড়ান্ত করব।” এদিকে, যখন গম্ভীরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রোহিত দলের অংশ হবেন কি না, তখন গম্ভীর এই বিষয়টি স্পষ্ট করেননি।