কে হবেন টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান? ঘোষণা হল নাম, জানলে হয়ে যাবেন অবাক

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার টাটা ট্রাস্টের (Tata Trust) চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন নোয়েল টাটা। টাটা ট্রাস্টের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানিয়ে রাখি যে, তিনি রতন টাটার সৎ ভাই। নোয়েল টাটা রতন টাটার বাবা নেভাল টাটার দ্বিতীয় স্ত্রী সিমোনের কাছে জন্মগ্রহণ করেন। নোয়েল টাটার ৩ জন সন্তান রয়েছে। তাঁরা হলেন মায়া টাটা, নেভিল টাটা এবং লিয়া টাটা।

টাটা ট্রাস্টের (Tata Trust) চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন নোয়েল টাটা:

গত বুধবার প্রয়াত হন দেশের বর্ষীয়ান শিল্পপতি রতন টাটা। তারপরে গোটা দেশে নেমে আসে শোকের ছায়া। এদিকে, টাটা ট্রাস্ট (Tata Trust) হল টাটা গ্রুপের জনহিতকর শাখা। ১১ অক্টোবর মুম্বাইয়ে সম্পন্ন হওয়া টাটা ট্রাস্টের বৈঠকে সর্বসম্মতিক্রমে নোয়েল টাটাকে ট্রাস্টের চেয়ারম্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এমতাবস্থায় নোয়েল রতন টাটার স্থলাভিষিক্ত হবেন।

Who will be the new chairman of Tata Trust?

উল্লেখ্য যে, রতন টাটা বিয়ে করেননি। যাঁর কারণে তার কোনও সন্তান ছিল না এবং তিনি টাটা ট্রাস্টের (Tata Trust) কোন উত্তরাধিকারীও মনোনীত করেননি। নোয়েল টাটাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রতন টাটার “এগিয়ে যাওয়ার” দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে। এদিকে, নোয়েলকে “খুব সুন্দর এবং বুদ্ধিমান ব্যক্তি” হিসাবে বর্ণনা করে, টাটা সন্সের প্রাক্তন সদস্য আর গোপালকৃষ্ণান জানান যে” “তিনি ট্রাস্টের জন্য খুব ভালো কাজ করবেন। তাঁর ব্যবসা এবং উদ্যোক্তা দক্ষতার সাথে, নোয়েল টাটা ট্রাস্টে প্রচুর ভ্যালু যোগ করতে সক্ষম হবেন।”

আরও পড়ুন: Stake Market-এ আকর্ষণীয় অফার নিয়ে আসছে TreasureNFT! দেখে নিন নিশ্চিত আয়ের বিবরণ

নোয়েল টাটা কোন কোন পদে কাজ করছেন: জানিয়ে রাখি যে, নোয়েল টাটা ২০১৪ সাল থেকে ট্রেন্ট লিমিটেডের চেয়ারম্যান। ট্রেন্ট হল টাটা গ্রুপের অত্যন্ত সফল পোশাক রিটেল বিক্রেতা। যেটির শেয়ার গত দশকে ৬,০০০ শতাংশেরও বেশি বেড়েছে। এর আগে নোয়েল ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের নেতৃত্ব দিয়েছিলেন। সেই সময়ে সংস্থাটির আয় ৫০০ মিলিয়ন ডলার থেকে বেড়ে ৩ বিলিয়ন ডলারের বেশি হয়েছে। টাটা স্টিল লিমিটেড এবং ভোল্টাস লিমিটেড সহ বেশ কয়েকটি তালিকাভুক্ত টাটা কোম্পানির বোর্ডেও ছিলেন নোয়েল। টাটা ট্রাস্টের ওয়েবসাইট অনুসারে, তাঁর তিন সন্তান মায়া, নেভিল এবং লিয়া পরিবারের সাথে যুক্ত কিছু চ্যারিটি সংস্থার ট্রাস্টি।

আরও পড়ুন: টিম ইন্ডিয়াতে আর সুযোগ পাবেন না এই কিংবদন্তি খেলোয়াড়? রঞ্জি ট্রফিতেও মিলল না চান্স

নোয়েল টাটার সন্তানরা কি করেন: নোয়েল টাটার তিন সন্তানই বর্তমানে টাটা গ্রুপে বিভিন্ন দায়িত্ব সামলাচ্ছেন। ৩৪ বছর বয়সী মায়া টাটা, টাটা অপরচুনিটিজ ফান্ড টাটা ডিজিটালে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করেছেন। টাটা নিউ অ্যাপ লঞ্চের ক্ষেত্রেও তাঁর অনেক অবদান ছিল। এদিকে, ৩২ বছর বয়সী নেভিল টাটা ট্রেন্ট লিমিটেডের শীর্ষস্থানীয় হাইপারমার্কেট চেইন স্টার বাজারের নেতৃত্ব দেন। এছাড়াও, ৩৯ বছর বয়সী লিয়া টাটা টাটা গ্রুপের হসপিটালিটি সেক্টর দেখাশোনা করছেন। এমতাবস্থায়, তিনি তাজ হোটেল রিসর্ট এবং প্যালেস পরিচালনা করছেন। এছাড়াও, তিনি ইন্ডিয়ান হোটেল কোম্পানির তত্ত্বাবধানও করেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর