বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলায় আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। গতবারের চেয়ে আসন সংখ্যা কমেছে। তবে বালুরঘাট থেকে জিতে এবারও সাংসদ হয়েছেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রীও করা হয়েছে তাঁকে। ফলত শোনা যাচ্ছে, শীঘ্রই বঙ্গ বিজেপির (BJP) নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে। সুকান্তর উত্তরসূরি কে হবেন? সেই নিয়ে চলছে চর্চা।
বঙ্গ বিজেপির (BJP) নতুন সভাপতি কে?
পদ্ম শিবিরের নতুন রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে কারা থাকবেন ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। জল্পনা চলছে বেশ কয়েকজন ‘হেভিওয়েটে’র নাম নিয়ে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) নাম উঠে এসেছে আলোচনার কেন্দ্রে।
চব্বিশের লোকসভা ভোটে বাংলায় সার্বিকভাবে খারাপ ফলাফল করলেও পূর্ব মেদিনীপুরের দু’টি আসনেই জয়ী হয়েছে পদ্ম শিবির (BJP)। কেউ কেউ মনে করছেন, সেই কারণে এবার রাজ্য সভাপতির পদে বসানো হতে পারে শুভেন্দু অধিকারীকে। যদিও তাঁকে রাজ্য সভাপতি করা হলে রাজ্যের বিরোধী দলনেতা কে হবেন সেটাও ভাবতে হবে পদ্ম শিবিরকে। কারণ বিরোধী দলনেতা হিসেবে নিজের দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করছেন শুভেন্দু। তাই তাঁর বিকল্প খোঁজাটা সহজ হবে না বলে মনে করছেন অনেকে।
আরও পড়ুনঃ আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়? CBI স্ক্যানারে এই ২ ডাক্তার! পরিচয় ফাঁস হতেই তোলপাড়
এদিকে এবারের লোকসভা ভোটে পরাজিত হলেও, দিলীপ জমানায় ২০১৯ লোকসভা নির্বাচনে ভালো ফলাফল করেছিল গেরুয়া শিবির। ফলে দৌড়ে তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন বলে কারোর কারোর অনুমান। এছাড়া বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি (State President) হওয়ার দৌড়ে উঠে আসছে শমীক ভট্টাচার্য, জ্যোতির্ময় সিং মাহাতোদের নাম।
অন্যদিকে হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হলেও বঙ্গ বিজেপির অন্যতম ‘মুখ’ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। মহিলা মুখ হিসেবে তিনিও ‘লড়াই’য়ে থাকতে পারেন বলে মনে করছেন অনেকে। একইসঙ্গে জল্পনা কল্পনা চলছে দেবশ্রী চৌধুরী, অগ্নিমিত্রা পাল-দের নাম নিয়েও।
একাধিক ‘হেভিওয়েটে’র নাম নিয়ে চর্চা চললেও শেষ অবধি বঙ্গ বিজেপির (BJP) পরবর্তী সভাপতি কাকে করা হবে সেটা ঠিক করবেন মোদী-শাহরাই। আগামী ২৪ অক্টোবর বাংলায় আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এরপর বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হয় কিনা সেটাই দেখার।