বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল (India National Cricket Team) ঘোষণা করা হয়েছে। এই টুর্নামেন্টে ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। এদিকে, ভারতের তরুণ ওপেনার শুভমান গিলকে দলের সহ-অধিনায়ক নিযুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা অভিজ্ঞ ব্যাটার সুরেশ রায়না।
কে হবেন টিম ইন্ডিয়ার (India National Cricket Team) পরবর্তী ক্যাপ্টেন?
তিনি বলেছেন যে শুভমান গিলের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে এবং তিনি ভবিষ্যতের অধিনায়ক হবেন। শুধু তাই নয়, সুরেশ রায়না গিলকে ভারতের (India National Cricket Team) কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলির সাথেও তুলনা করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, শুভমন গিল ইতিমধ্যেই ভারতের হয়ে প্রচুর ম্যাচ খেলেছেন। তিনি ২০২৩ সালের ODI বিশ্বকাপে টিম ইন্ডিয়ার হয়ে ওপেনও করেছিলেন। এবার শুভমান গিলকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক রোহিত শর্মার সাথে ইনিংস শুরু করতে দেখা যাবে।
এদিকে, সুরেশ রায়না গিলের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি স্টার স্পোর্টস আয়োজিত প্রেস কনফারেন্সের সময়ে গিল সম্পর্কে একটি বড় প্রতিক্রিয়া দিয়েছেন। সেখানে রায়না বলেন, “আমার মতে শুভমান গিল ভারতের (India National Cricket Team) পরবর্তী সুপারস্টার। ODI দলে খুব ভালো কাজ করেছে। যখন একজন তরুণ খেলোয়াড়কে এমন ভালো সুযোগ দেওয়া হয়, যেমন তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সহ-অধিনায়ক করা হয়েছে, তখন তার সম্ভাবনার পরিচয় পাওয়া যায়।”
আরও পড়ুন: মাত্র ৫ দিনে ৮০,০০০ কোটির লাভ! রিলায়েন্সের বিনিয়োগকারীদের কপাল খুলে দিলেন আম্বানি
রায়না আরও বলেন, “রোহিত শর্মা স্পষ্টই জানেন কে পরবর্তী লিডার। শুভমান গিল অন্যতম সেরা অধিনায়ক। বিশেষ করে গুজরাট টাইটান্স দলকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন। গত ১২ থেকে ১৬ মাসে তিনি যেভাবে পারফর্ম করেছেন তাতে তাঁকে অধিনায়ক করার সিদ্ধান্ত সঠিক। রোহিত শর্মা এবং অজিত আগরকর চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন। রোহিত শর্মা পর্যবেক্ষণ করেছেন যে, শুভমান গিলও বিরাট কোহলির মতো দলকে নেতৃত্ব দেন। শুভমান গিল খেলা সম্পর্কে খুব ভালো বোঝেন।”
আরও পড়ুন: আর নেই উপায়! রিঙ্কুকে দেওয়া কথা এবার রাখতেই হবে শাহরুখকে, সবাইকে চমকে দেবেন কিং খান?
জানিয়ে রাখি যে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলকে (India National Cricket Team) আরও ভালো শুরু দেওয়ার জন্য শুভমান গিলের একটি বড় দায়িত্ব থাকবে। অধিনায়ক রোহিত শর্মার সাথে তাঁরও বড় দায়িত্ব থাকবে। এদিকে, সহ-অধিনায়ক হওয়ার ফলে তাঁর মনোবলও নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে।