বাংলা হান্ট ডেস্ক: ৭ই জুন পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে।শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। কিন্তু এরপর নতুন প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে রয়ে যাচ্ছে জল্পনা।
থেরেসা মে বলেন কন্সারভেটিভ পার্টিতে নতুন নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া যতক্ষণ না পর্যন্ত সম্পন্ন হচ্ছে ততক্ষণ প্রধানমন্ত্রীর দায়িত্ব তিনি চালিয়ে যাবেন।
তৃতীয় দফা ভোটের আগে ব্রেক্সিট চুক্তির ওপর তিনি ঘোষণা করেছিলেন চুক্তি পাস না হলে তিনি পদত্যাগ করবেন।ব্রেক্সিট বাস্তবায়ন করার পরিকল্পনাটি ইউরোপীয় ইউনিয়নের নেতাদের অনুমোদন পেয়েছিল,কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষে এটি তিনবারেও পাস করাতে পারেননি।
চোখে জল নিয়ে মে বলেন,” আমি খুব শিগগিরই আমার দায়িত্ব ছেড়ে দিচ্ছি এ দায়িত্ব আমার জন্য সম্মানের ছিল।”
তিনি আরো বলেন, “আমি আমার দেশকে ভালবাসি দেশের জন্য কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।”
থেরেসা বলেন,দেশের নতুন প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি দেশের সর্বোচ্চ স্বার্থে কাজ করবেন বলে আশাবাদী তিনি।
এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এর পদত্যাগের ঘোষণার পর প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সাজিদ জাভিদ ছাড়াও বিশেষভাবে এগিয়ে রয়েছেন বরিস জনসন, জেরেমি হান্ট, জব মাইকেল গভ ও আন্দ্রে লিডসাম।