বাংলা হান্ট ডেস্ক: T20 বিশ্বকাপে (ICC Men’s T20 World Cup) ইতিমধ্যেই ঐতিহাসিক জয় অর্জন করেছে ভারতীয় দল (India National Cricket Team)। দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে T20 বিশ্বকাপে ফের জয় পেয়েছে রোহিত বাহিনী। প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২৪-এর বিশ্বকাপে ভারতীয় দলের (India National Cricket Team) হয়ে অধিনায়কত্ব করেন রোহিত শর্মা (Rohit Sharma)। এদিকে, বিশ্বকাপ জয়ের পরেই তিনি আন্তর্জাতিক T20 থেকে অবসর ঘোষণা করেছেন। এমতাবস্থায়, রোহিতের অবসর ঘোষণা করার পরেই ভারতীয় দলের (India National Cricket Team) পরবর্তী অধিনায়ক কে হবেন তা নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা। শুধু তাই নয়, এক্ষেত্রে ইতিমধ্যেই উঠে এসেছে ৫ জন তারকার নাম। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
১. হার্দিক পান্ডিয়া: রোহিত শর্মার পরে T20 ফরম্যাটের ক্ষেত্রে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে যাঁর নাম সব থেকে বেশি আলোচিত হচ্ছে তিনি হলেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এমনিতেই ২০২২ সালের T20 বিশ্বকাপের পর একাধিক T20 সিরিজে অত্যন্ত দক্ষতার সাথে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক। যেখানে তিনি পেয়েছেন সাফল্যও। এদিকে, IPL-এর মঞ্চে গুজরাট এবং মুম্বাইয়ের অধিনায়ক হিসেবেও খেলেছেন তিনি। তাঁর অধিনায়কত্বে গুজরাট একবার চ্যাম্পিয়নও হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল এবারের T20 বিশ্বকাপে হার্দিক ছিলেন দলের সহ-অধিনায়ক। তাই, অভিজ্ঞতার নিরিখে ভারতের পরবর্তী অধিনায়ক হওয়ার ক্ষেত্রে হার্দিক অনেকটাই এগিয়ে রয়েছেন।
২. সূর্যকুমার যাদব: বর্তমান সময়ে T20 ক্রিকেটে অন্যতম দুর্ধর্ষ ব্যাটার হলেন সূর্যকুমারে যাদব। মুহূর্তের মধ্যেই ম্যাচের রং পাল্টে দিতে পারেন তিনি। এদিকে, ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে তিনি দেখিয়েছেন চমক। T20 বিশ্বকাপের রুদ্ধশ্বাস ফাইনালে তাঁর নেওয়া দুর্দান্ত ক্যাচে মোক্ষম সময়ে আউট হয়ে যান মিলার। ওই ক্যাচটি সমগ্র বিশ্বের ক্রিকেট অনুরাগীদের অবাক করেছে। এমতাবস্থায়, ভারতের অধিনায়ক হওয়ার দৌড়ে এই খেলোয়াড়ও সামিল রয়েছেন। IPL-এর মঞ্চে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও কয়েকটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। তাই, তাঁর দিকে অবশ্যই চোখ রয়েছে BCCI-এর।
৩. শুভমান গিল: T20 বিশ্বকাপের পর ইতিমধ্যেই ভারতীয় দল পৌঁছে গিয়েছে জিম্বাবোয়ে। সেখানে T20 সিরিজ সম্পন্ন হবে। আর এই সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। জানিয়ে রাখি যে, ভারতের এই তরুণ ক্রিকেটার অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি, চলতি বছরের IPL-এ তিনি গুজরাটের অধিনায়ক ছিলেন। এমতাবস্থায়, ভবিষ্যতের কথা মাথায় রেখে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য অবশ্যই নির্বাচকরা গিলের কথা ভাবতে পারেন।
আরও পড়ুন: “আমরা সবাই ধ্বংস হয়ে যাব”, আচমকাই সবাইকে সতর্ক করলেন ISRO প্রধান, জানালেন….
৪. ঋষভ পন্থ: ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়ে বেশ কয়েক মাস মাঠের বাইরে থাকার পর দুর্দান্ত ভাবে কামব্যাক করেছেন ঋষভ পন্থ। এবারের T20 বিশ্বকাপেও তিনি দুরন্ত ছন্দে ছিলেন। IPL-এ তিনি হলেন দিল্লির অধিনায়ক। এমতাবস্থায়, ভারতীয় দলের অধিনায়ক হওয়ার দৌড়ে উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থও সামিল রয়েছেন। জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাঁর রয়েছে।
আরও পড়ুন: বিশ্বজয়ের আবেগে ভাসলেন প্রধানমন্ত্রীও! টিম ইন্ডিয়ার সাথে দেখা করে দিলেন বড় প্রতিক্রিয়া
৫. জসপ্রীত বুমরাহ: এবারের T20 বিশ্বকাপে ব্যাটারদের কাছে রীতিমতো ত্রাস হয়ে উঠেছিলেন জসপ্রীত বুমরাহ। ভারতের বিশ্বকাপ জয়ের পেছনে তাঁর যথেষ্ট অবদান রয়েছে। এদিকে, ভারতের পরবর্তী T20 অধিনায়ক হওয়ার দৌড়ে তাঁর নামটিও রয়েছে। এমনিতেই এর আগে বেশ কয়েকটি T20 সিরিজে জসপ্রীত বুমরাহ ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। শুধু তাই নয়, এই অভিজ্ঞ তারকা পেসার একটি টেস্টেও ভারতের হয়ে অধিনায়কত্ব করেছেন।