খেলেছেন মাত্র ৩ টি ম্যাচ! BCCI-তে জয় শাহের স্থলাভিষিক্ত হবেন এই প্রাক্তন ক্রিকেটার? শুরু জল্পনা

বাংলা হান্ট ডেস্ক: আগামী কয়েক মাসের মধ্যে বিশ্ব ক্রিকেটে বড় পরিবর্তন ঘটতে চলেছে এবং এর প্রধান কারণ হল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তথা BCCI (Board of Control for Cricket in India)। জানিয়ে রাখি যে, BCCI-এর বর্তমান সেক্রেটারি জয় শাহ এই বছরের শেষে বোর্ড থেকে পদত্যাগ করবেন। কারণ তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শাহ এই পদটি আগামী ২ ডিসেম্বর থেকে গ্রহণ করবেন। যার কারণে BCCI-তে তাঁর পদ খালি হয়ে যাবে।

কে হবেন BCCI (Board of Control for Cricket in India)-এর পরবর্তী সচিব:

এমতাবস্থায়, আসল প্রশ্ন হল ওই পদে শাহের স্থলাভিষিক্ত কে হবেন? এই বিষয়ে সিদ্ধান্ত কয়েক সপ্তাহ পরে নেওয়া হবে। তবে, একটি রিপোর্টে বড় তথ্য সামনে এসেছে। যেখানে দাবি করা হয়েছে যে গুজরাটের প্রাক্তন ক্রিকেটার অনিল প্যাটেল এই পদে আসতে পারেন। উল্লেখ্য যে, অনিল প্যাটেল গুজরাটের হয়ে ৩ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন এবং বর্তমানে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। এদিকে, অনিল প্যাটেল ছাড়াও আরও কয়েকজন দাবিদারের নামও আলোচনায় রয়েছে।

Who will be the next secretary of Board of Control for Cricket in India.

১. অনিল প্যাটেল: গুজরাটের হয়ে খেলা প্রাক্তন ব্যাটার অনিল প্যাটেল BCCI সচিব পদের প্রতিদ্বন্দ্বী বলে জানা গেছে। এর কারণ গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে তাঁর সম্পর্ক। প্যাটেল বর্তমানে GCA-এর সচিব। এদিকে, জয় শাহও এর আগেও GCA-র সেক্রেটারি ছিলেন। পরে তিনি BCCI (Board of Control for Cricket in India) সচিব হয়েছিলেন। এমন পরিস্থিতিতে অনিল প্যাটেলেরও এমন সুযোগের সম্ভাবনা রয়েছে। জানিয়ে রাখি যে, অনিল প্যাটেল গুজরাটের হয়ে ৩ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। যেখানে তিনি মাত্র ৩৩ রান করেন। তিনি ২০২৩-এর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের ম্যানেজারও ছিলেন।

আরও পড়ুন: আরও বেশি করে চাকরি দিতে হবে মহিলাদের! এবার ব্যাঙ্কগুলিকে কড়া নির্দেশ দিল RBI

২. অরুণ ধুমল: কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন BCCI সভাপতি অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধুমলও গত কয়েক বছরে বোর্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। ২০১৯ সালে, তিনি BCCI (Board of Control for Cricket in India)-এর কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন। এরপর মাত্র ২ বছর আগে তিনি IPL-এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তাঁর নেতৃত্বে IPL-এর তিনটি মরশুম সফলভাবে সম্পন্ন হওয়ার পাশাপাশি ওমেন প্রিমিয়ার লিগও সফলভাবে শুরু হয়েছে। এর আগে তিনি হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।

আরও পড়ুন: আম্বানি-আদানি নয়, দেশের সবথেকে দামি ফ্ল্যাটের মালিক এই ব্যক্তি! নাম জানলে হয়ে যাবেন “থ”

৩. আশীষ শেলার: অরুণ ধুমলের পর, আশিস শেলার BCCI-এর কোষাধ্যক্ষের দায়িত্ব নেন এবং এখনও তিনি এই পদে আসীন রয়েছেন। মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক শেলার দীর্ঘদিন ধরে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে, তিনি প্রথমবারের মতো অ্যাসোসিয়েশনের সদস্য হন এবং তারপর ২০১৭ সালে তিনি MCA-এর সভাপতি নির্বাচিত হন। শেলার ২০১৮ সাল পর্যন্ত এই পদে আসীন ছিলেন এবং তারপর ২০২২ সালে তিনি BCCI (Board of Control for Cricket in India)-তে প্রবেশ করেন। জয় শাহের অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ায় তিনি এই পদে নির্বাচিত হতে পারেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর