বাংলাহান্ট ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচন ২০২২ নিয়ে ভারতের জাতীয় রাজনীতি রীতিমতো সরগরম। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে বিরোধী দলের বৈঠকও হয়ে গেছে। বিরোধী দলের প্রার্থী হিসাবে উঠে এসেছিল মহারাষ্ট্রের এনসিপি নেতা শরদ পাওয়ার, জম্মু-কাশ্মীরের নেতা ফারুক আবদুল্লা। এমনকি প্রার্থী হিসাবে শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর নামও। শরদ পাওয়ার ইতিমধ্যেই জানিয়েছেন তিনি তিনি প্রতিদ্বন্দ্বিতায় নাম আগ্রহী নন। পাশাপাশি বাকি দুজনাও এই নির্বাচনে লড়বেন না বলে জানিয়েছেন।
বিরোধী শিবিরে তোরজোড় শুরু হলেও কিন্তু বিজেপির তরফ থেকে এখনও পর্যন্ত স্পষ্ট করে কোনও নাম জানানো হয়নি। তবে মোট ১০ জনের নাম নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছে। যাঁদের মধ্যে ৫ জন রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার ব্যপারে অনেকের থেকে এগিয়ে আছেন। জেনে নেব সেই পাঁচ জনের পাঁচ।
থাওয়ারচাঁদ গহলৌত :
কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলৌতের নাম উঠে আসছে সবচেয়ে আগে। গহলৌত মধ্যপ্রদেশের দলিত সম্প্রদায়ের মানুষ। রামনাথ কোবিন্দের পর দ্বিতীয় বার দলিত ভোট টানার জন্য গহলৌত তরুপের তাস হতে পারেন বিজেপির জন্য।
অনুসুয়া উইকে অথবা দৌপদী মুর্মু :
গত রাষ্ট্রপতি নির্বাচনের সময়ই শোনা গিয়েছিল বিজেপি কোনও আদিবাসী ব্যক্তিত্বকে প্রার্থী করতে পারে। বর্তমান পরিস্থিতিতে সেই সম্ভবনা আরও জোরদার হয়েছে। জানা যাচ্ছে, আদিবাসী সমাজ থেকে প্রার্থী হিসাবে উঠে আসতে পারে ছত্তিসগড়ের রাজ্যপাল অনুসুয়া উইকে অথবা ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর নাম। আদিবাসী সমাজের অন্তর্গত হওয়ার পাশাপাশি দুজনেই মহিলা হওয়ায় তাঁদের নাম থাকছে এই তালিকায়।
আরিফ মহম্নদ খান বা মুখতার আব্বাস নাকভী :
মন্দির মসজিদ বিতর্ক এবং সম্প্রতি নূপুর শর্মা কাণ্ডে সংখ্যালঘু ভোট বিজেপির দিক থেকে যে মুখ ঘোরাবে তা বলাই বাহুল্য। তাই মুসলিম ভোটের কিছু শতাংশ উদ্ধার করতে কোনও মুসলিম সম্প্রদায়ের মানুষকে প্রার্থী করার দিকে ঝুঁকতে পারে বিজেপির। এক্ষেত্রে শোনা যাচ্ছে আরিফ মহম্মদ খান বা মুখতার আব্বাস নাকভীর নাম। প্রসঙ্গত অটল বিহারী বাজপেয়ীর আমালেও এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়ে ছিল। ড. এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি পদপ্রার্থী বলে ঘোষণা করা হয়। তাই এবারে সেই একই পরিকল্পনা করতে পারেন নরেন্দ্র মোদিও।
এই পাঁচটি নাম ছাড়াও শোনা যাচ্ছে আরও কিছু নাম। যেমন, অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল বিশ্বভূষন হরিচন্দন, বিহারের রাজ্যপাল ফাগু চৌহান প্রমুখ। এখন দেখার কে হতে চলেছেন ভারতীয় পরবর্তী রাষ্ট্রপতি? যা নিয়ে জল্পনা দেশ জুড়ে।