কে হচ্ছেন BJP-র নয়া রাজ্য সভাপতি? এবার নিজেই জানিয়ে দিলেন মন্ত্রী সুকান্ত মজুমদার

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪ লোকসভা ভোটে জয়লাভ করে তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে এনডিএ। তবে রাজ্যে প্রত্যাশিত ফল করতে পারেনি বিজেপি। মনে করা হচ্ছে এই কারণেই এবার রাজ্য নেতৃত্বে বদল আনল গেরুয়া শিবির। বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দুই দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছে দল। এতদিন বিজেপির (BJP ) রাজ্য সভাপতির পদ সমলাচ্ছিলেন সুকান্ত। এবার তার খালি জায়গায় কে আসতে চলেছেন সেই নিয়ে রাজ্য-রাজনীতিতে বিস্তর জল্পনা। এরই মাঝে এবার মুখ খুললেন সুকান্ত (Sukanta Majumdar)।

বিজেপির নতুন রাজ্য সভাপতি কে হচ্ছেন? এই প্রশ্নে সুকান্ত বলেন, ”দল এখনও কাউকে সে দায়িত্ব দেয়নি। আপাতত আমিই রাজ্য সভাপতি থাকছি।” উল্লেখ্য, বিজেপির সংবিধান অনুসারে, এক ব্যক্তি কখনও একসঙ্গে ২টি পদে থাকতে পারেন না। তাই এবার বিজেপির রাজ্য সভাপতি যে পরিবর্তন হচ্ছেই সেই নিয়ে কোনো সন্দেহ নেই।

তিনি মন্ত্রী হচ্ছেন এই খবর সামনে আসতেই সুকান্ত বলেছিলেন, ”স্বাধীনতার পর এই প্রথম আমার জেলা থেকে কেউ কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছে। তা এখানের জন্য অত্যন্ত গর্বের। প্রধানমন্ত্রীর ভাবনা বাস্তবায়িত করার লক্ষ্যে আমি কাজ করব।” রবিবার রাতে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের দিন রাষ্ট্রপতি ভবনে শপথ নেন সুকান্ত মজুমদার।

সুকান্ত মন্ত্রী হতে তার ফেলে যাওয়া চেয়ারে কে বসবেন তা নিয়ে জোর চৰ্চা শুরু হয়েছে। বিজেপির বঙ্গ সভাপতির প্রসঙ্গ উঠতেই সামনে আসছে একগুচ্ছ নাম। বিজেপি সূত্রে খবর, আপাতত যেই দু’টি নাম নিয়ে বেশি চর্চায় হচ্ছে সেগুলো হল দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারী।

Sukanta Majumdar

দিলীপ এর আগেও রাজ্য সভাপতি পদে ছিলেন। তার সময়ই গত লোকসভা নির্বাচনে বাংলায় গেরুয়া শিবির পেয়েছিল ১৮ খানা আসন। এই অবস্থায় সংগঠন মজবুত করতে দিলীপ ঘোষকে ফের একবার রাজ্য সভাপতি পদে বসানোর দাবি উঠছে নানা মহল থেকে।

আরও পড়ুন: আজ থেকেই ভয়ঙ্কর গরমে ফুটবে দক্ষিণবঙ্গ, ফের কবে বৃষ্টি? জানাল হাওয়া অফিস

ওদিকে মহিলা মুখ হিসাবে একদম প্রথমে উঠে আসছে অভিনেত্রী তথা হুগলির পরাজিত বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) নাম। তালিকায় রয়েছে জ্যোতির্ময় সিং মাহাতো, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিজ্ঞা, জগন্নাথ সরকার, শমীক ভট্টাচার্যর নামও।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর