অপেক্ষার অবসান! এই তারকা প্লেয়ারই হচ্ছেন KKR-এর অধিনায়ক? চলে এল বড় আপডেট

বাংলা হান্ট ডেস্ক: আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি সম্পন্ন হবে আগামী ৯ মার্চ। এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে চলতি বছরের IPL। যেখানে প্রথম ম্যাচেই খেলতে দেখা যাবে চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders)। ওই ম্যাচে KKR মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তবে, IPL শুরু হতে আর বেশি সময় বাকি না থাকলেও কলকাতা এখনও তাদের অধিনায়কের নাম ঘোষণা করেনি।

কে হবেন KKR (Kolkata Knight Riders)-এর অধিনায়ক:

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন KKR (Kolkata Knight Riders) IPL-এ চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু, IPL-এর মেগা নিলামের আগে কলকাতা নিজেদের শ্রেয়সকে ধরে রাখেনি। এদিকে, নিলামেও কলকাতা তাকে দলে নেওয়ার চেষ্টা করেনি। এমতাবস্থায়,পাঞ্জাব কিংস আইয়ারকে তাদের দলে অন্তর্ভুক্ত করে তাঁকে অধিনায়ক করেছে। কিন্তু এখনও পর্যন্ত KKR অধিনায়ক হিসেবে কারোর নাম সামনে আনেনি। এমন পরিস্থিতিতে এবার একটি বড় আপডেট আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। অনুমান করা হচ্ছে যে, KKR-এর অধিনায়ক হওয়ার দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছেন রিঙ্কু সিং।

Who will captain Kolkata Knight Riders in IPL 2025.

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, KKR (Kolkata Knight Riders) IPL ২০২৫-এর আগে রিঙ্কু সিংকে তার অধিনায়ক করতে পারে। রিঙ্কু সম্প্রতি উত্তরপ্রদেশের অধিনায়ক হিসাবে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। এদিকে, রিঙ্কু সিংয়ের নেতৃত্বে মিরাট ম্যাভেরিক্স দল বিজয়ী হয়েছে। এমন পরিস্থিতিতে, KKR-এর অধিনায়ক হওয়ার ক্ষেত্রে রিঙ্কু সিংয়ের নাম বারংবার সামনে আসছে।

আরও পড়ুন: চিনের প্রসঙ্গে ভারতকে বড় প্রস্তাব ট্রাম্পের! কিন্তু রাজি নয় দিল্লি, কেন?

আর এই জল্পনা সত্যি হলে KKR (Kolkata Knight Riders) ফ্র্যাঞ্চাইজি রিঙ্কু রিংকু সিংকে অধিনায়কত্ব হস্তান্তর করতে পারে এবং ভেঙ্কটেশ আইয়ারকে দলের সহ-অধিনায়ক করতে পারে। জানিয়ে রাখি যে, মেগা নিলামের আগে KKR ফ্র্যাঞ্চাইজি ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দিয়েছিল। কিন্তু, মেগা নিলামে সবাইকে চমকে দিয়ে আইয়ারকে ২৩.৭৫ কোটি টাকায় কিনেছিল KKR।

আরও পড়ুন: একী কাণ্ড! কমতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেসের কোচের সংখ্যা, বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল রেল

জানিয়ে রাখি যে, KKR (Kolkata Knight Riders) দল গত মরশুমে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিল। বিগত কয়েক মরশুম ধরে রিঙ্কু সিং এবং ভেঙ্কটেশ আইয়ার এই দলের সাথে যুক্ত রয়েছেন। পাশাপাশি, তাঁদের পারফরম্যান্সও নজর কেড়েছে সবার। এমন পরিস্থিতিতে, এবার KKR ফ্র্যাঞ্চাইজি তাঁদের দু’জনের জন্য কোটি কোটি টাকা খরচ করেছে। যার মধ্যে ভেঙ্কটেশ আইয়ার পেয়েছেন ২৩.৭৫ কোটি টাকা। অন্যদিকে রিঙ্কু সিংকে ১৩ কোটি টাকায় ধরে রাখা হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর