রতন টাটার “শেষ স্বপ্ন” পূরণ করবেন কারা? আগে থেকেই নির্ধারিত রয়েছে নাম, জানলে হয়ে যাবেন “থ”

বাংলা হান্ট ডেস্ক: দেশের বর্ষীয়ান শিল্পপতি রতন টাটা (Ratan Tata) গত ৯ অক্টোবর পাড়ি দেন না ফেরার দেশে। যিনি দীর্ঘ কয়েক বছর ধরে টাটা গ্রুপের (Tata Group) প্রধান ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। এদিকে, রতন টাটার প্রয়াণের পর তাঁর সৎ ভাই নোয়েল টাটার নাম টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে।

রতন টাটার (Ratan Tata) “শেষ স্বপ্ন” পূরণ করবেন কারা?

এমতাবস্থায়, এখন রতন টাটার (Ratan Tata) উইলে নেওয়া সিদ্ধান্ত পূরণ করতে হবে। ইকোনমিক টাইমসের এক রিপোর্টে বলা হয়েছে, রতন টাটা উইল বাস্তবায়নের জন্য আইনজীবী দারিয়াস খাম্বাটা এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী মেহলি মিস্ত্রি ও তাঁর সৎ বোন শিরিন এবং ডিনা জেজীভয়কে নিয়োগ করেছিলেন।

Who will fulfill Ratan Tata "last dream".

টাটা সন্স ছাড়াও কোন কোম্পানিগুলিতে রতন টাটার শেয়ার ছিল: Hurun India Rich List 2024-এর রিপোর্ট অনুযায়ী, টাটা সন্সে রতন টাটার (Ratan Tata) ০.৮৩ শতাংশ শেয়ার ছিল। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল ৭,৯০০ কোটি টাকা। রতন টাটার সম্পদের প্রায় তিন-চতুর্থাংশ টাটা সন্সের শেয়ারহোল্ডিংয়ের সাথে সম্পর্কিত। এছাড়াও রতন টাটা Ola, Paytm, Tracxn, FirstCry, Bluestone, CarDekho, CashKaro, Urban Company, Upstox-এর মতো একাধিক বড় কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন। এর পাশাপাশি মুম্বাইয়ের কোলাবা ও আলিবাগে টাটার বাড়ি রয়েছে। এছাড়াও আরও কিছু সম্পত্তির মালিক ছিলেন রতন টাটা।

আরও পড়ুন: একের পর এক চমক সামনে আনছে Jio! এবারে বাড়ির টিভি হয়ে যাবে কম্পিউটার, অবাক করলেন আম্বানি

মেহেলি মিস্ত্রি কে: জানিয়ে রাখি যে, মেহেলি মিস্ত্রি রতন টাটার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। মেহলি স্যার দোরাবজি টাটা ট্রাস্ট এবং স্যার রতন টাটা (Ratan Tata) ট্রাস্টের একজন ট্রাস্টি। টাটা সন্সে এই দু’টি ট্রাস্টের মোট অংশীদারিত্ব রয়েছে ৫২ শতাংশ। অপরদিকে, টাটা সন্সে টাটা ট্রাস্টের মোট অংশীদারিত্ব রয়েছে ৬৬ শতাংশ। জানিয়ে রাখি যে টাটা গ্রুপের হোল্ডিং কোম্পানি হল টাটা সন্স। টাটা গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলির মধ্যে, টাটা সন্সের মার্কেট ভ্যালু হল ১৬.৭১ লক্ষ কোটি টাকা।

আরও পড়ুন: এই একটা সিদ্ধান্তেই ঘটল বিপর্যয়! অবশেষে ক্ষমা চাইলেন রোহিত, জানালেন কোথায় হয়েছে ভুল

উইল তৈরিতে সাহায্য করেছেন দারিয়াস খাম্বাটা: রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, উইল তৈরিতে রতন টাটাকে (Ratan Tata) সাহায্য করেছেন দারিয়াস খাম্বাটা। গত বছর, তিনি দু’টি প্রধান টাটা ট্রাস্টে ট্রাস্টি হিসাবে ফিরে আসেন। এর আগে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে টাটা ট্রাস্ট ছেড়েছিলেন বলেও জানা গিয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর