মা-মেয়ের ডবল রোলে অঙ্কিতা, দুর্গার নায়ক হয়ে ‘জগদ্ধাত্রী’তে এন্ট্রি নতুন হিরোর!

বাংলাহান্ট ডেস্ক : পরপর দুর্দান্ত টুইস্ট দিয়ে হারানো টিআরপি আবার ফিরিয়ে এনেছে ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)। দু বছরের বেশি পুরনো হয়েও নতুনদের রীতিমতো টেক্কা দিয়ে সেরা পাঁচে জায়গা ধরে রেখেছে জি বাংলার এই সিরিয়াল। উপরন্তু নয়া প্রোমোতে কয়েক বছরের লম্বা লিপ আর অঙ্কিতা মল্লিকের দ্বৈত চরিত্রের বোমা ফাটিয়ে চর্চার কেন্দ্রে উঠে এসেছে জগদ্ধাত্রী (Jagadhatri)।

দুর্গাকে নিয়ে এগিয়ে যাবে জগদ্ধাত্রীর (Jagadhatri) গল্প

একথা আর কারোরই অজানা নয় যে খুব শীঘ্রই বেশ কয়েক বছর গল্প এগিয়ে যাবে জগদ্ধাত্রী (Jagadhatri) সিরিয়ালে। জ্যাস স্যান্যাল শয্যাশায়ী হয়ে পড়ার পর তার আর স্বয়ম্ভূর সদ্যোজাত কন্যা সন্তান দুর্গার উপরে নজর পড়েছে শত্রুদের। দুধের শিশুকে আক্রমণ থেকে বাঁচাতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে সেই অনাথাশ্রমে রেখে আসে যেখানে স্বয়ম্ভূ বেড়ে উঠেছিল। তাকে বলতে শোনা যায়, দুর্গার সিংহাসনে বসার সময় হলে তিনি নিজে তাকে নিতে আসবেন।

Who will hero in jagadhatri for durga

কে হবেন দুর্গার নায়ক: এদিকে প্রোমোতে ইতিমধ্যেই দেখা গিয়েছে, দুর্গা বড় হয়ে তার মা জগদ্ধাত্রী (Jagadhatri) ওরফে জ্যাসের মতোই দুরন্ত অ্যাকশন করতে শিখেছে। এই চরিত্রেও অভিনয় করতে দেখা যাবে অঙ্কিতাকেই। তবে প্রশ্ন উঠছে, দুর্গার নায়ক হবে কে? কারণ হিসেব মতো, গল্প এগোলে জগদ্ধাত্রীর (Jagadhatri) নায়ক স্বয়ম্ভূ অর্থাৎ সৌম্যজিতের বয়স বেড়ে যাবে। তাহলে দুর্গার বিপরীতে নতুন নায়ক হয়ে কে আসবেন?

আরো পড়ুন : মাত্র ২ সপ্তাহে দেখল ৮ লক্ষ দর্শক, ১৫ দিনে ১২ কোটি তুলে বাংলা ছবিতে নয়া ইতিহাস ‘খাদান’এর

সামনে আসছে এই অভিনেতার নাম: এক্ষেত্রে যে নামটি উঠে আসছে তিনি হলেন অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। এর আগে কে আপন কে পর, আয় তবে সহচরীর মতো সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। তাঁকে এবার দুর্গার বিপরীতে নতুন নায়ক হিসেবে দেখা যেতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও সবটাই রয়েছে জল্পনার স্তরে। এ বিষয়ে অভিনেতা বা সিরিয়াল নির্মাতারা এখনো কোনও মন্তব্য করেননি।

আরো পড়ুন : দেখতেই লক্ষ্মী লক্ষ্মী, আসলে মোটেই শান্ত নন, ‘বেআইনি কাজ করেছি’, বিষ্ফোরক শোলাঙ্কি!

দুর্গাকে নিয়ে প্রোমো সামনে আসলেও তার নায়ক কে হবেন তা এখনো ধোঁয়াশা রয়ে গিয়েছে। তবে সম্ভাব্য অভিনেতাদের নাম নিয়ে চর্চা চলছে দর্শক মহলে। আর সেখানেই উঠে এসেছে ইন্দ্রনীলের নাম। তবে আদৌ তাঁকে জগদ্ধাত্রী (Jagadhatri) সিরিয়ালে দেখা যাবে কিনা, নাকি অন্য কোনো অভিনেতার দেখা মিলবে তার উত্তর দেবে সময়।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর