বাংলা হান্ট ডেস্ক: চলতি মরশুমের IPL (Indian Premier League)-এ দুরন্ত পারফরম্যান্সের ওপর ভর করে পয়েন্ট তালিকায় প্রথম স্থান পাকা করে ফেলেছে KKR (Kolkata Knight Riders)। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এবারের IPL-এ সবার প্রথমে প্লে-অফে ওঠার ক্ষেত্রে যোগ্যতা অর্জন করেছিল কলকাতা। তবে, এখনও প্লে-অফের আগে গ্রুপ পর্বের একটি ম্যাচ খেলবেন শ্রেয়সরা। যেখানে প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রবিবার মাঠে নামবে তারা। এমতাবস্থায়, রবিবারের ম্যাচ হারলেও প্লে-অফের ক্ষেত্রে কলকাতার কোনো ক্ষতি হবে না।
যদিও, গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলকাতার প্রথম দশে একাধিক বদল হতে পারে। ইতিমধ্যেই KKR-এর দুরন্ত ওপেনার ফিল সল্ট দেশে ফিরে গিয়েছেন। যার ফলে ২০২৪-এর IPL-এ এই প্রথম বার ওপেনিং জুটি বদলাবে KKR শিবির। এদিকে আন্দ্রে রাসেলের উপস্থিতিকে ঘিরেও রয়েছে অনিশ্চয়তা। এমতাবস্থায় সামগ্রিক দিক বিচার করে প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামার আগে নতুন করে দলকে তৈরি করার দিকেই নজর দেবেন গৌতম গম্ভীরেরা। যার ফলে কিছু নতুন খেলোয়াড় সুযোগ পেতে পারেন।
রবিবার কলকাতার প্রথম একাদশে কারা খেলবেন: এবারের IPL-এ ফিল সল্টের সাথে পাল্লা দিয়ে ওপেনিংয়ে রান করেছেন সুনীল নারিন। KKR-এর হয়ে সবথেকে বেশি রানের অধিকারী তিনি। এখনও পর্যন্ত ১২টি ম্যাচে ৪৬১ রান করেছেন তিনি। এমতাবস্থায়, সল্ট না থাকায় নারিনের দায়িত্ব আরও বেড়ে গিয়েছে। এদিকে, সল্টের অনুপস্থিতিতে চলতি মরশুমে প্রথমবার খেলতে নামবেন রহমানুল্লা গুরবাজ। তাই, তাঁর দিকেও নজর থাকবে সবার। এর পাশাপাশি মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ভেঙ্কটেশ। এখনও পর্যন্ত তিনি ১২ টি ম্যাচে ২৬৭ রান করেছেন।
KKR- এর মিডল অর্ডারে ভরসা দেবেন দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারও। ১২ টি ম্যাচে তিনি করেছেন ২৮৭ রান। প্লে-অফের আগে রাজস্থানের বিরুদ্ধে ব্যাটে বড় রান তুলতে চাইবেন এই ডানহাতি ব্যাটার। এদিকে, অনুমান করা হচ্ছে যে, প্লে-অফে আহমেদাবাদ ও চেন্নাইয়ে মন্থর পিচে খেলবে KKR। সেক্ষেত্রে মিডল ওভারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন মণীশ পাণ্ডে। তাই, রাজস্থান ম্যাচে তাঁকে সুযোগ দেওয়া হতে পারে। এদিকে, প্লে-অফের আগে ব্যাটে বড় রান চাইছেন রিঙ্কুও। রবিবারের ম্যাচে তিনি ওপরের দিকে নামতে পারেন।
চলতি মরশুমের IPL-এ সুযোগ কম পেলেও নজর কেড়েছেন রমনদীপ সিং। তিনিও দলে সুযোগ পেতে পারেন। এদিকে, প্লে-অফে আন্দ্রে রাসেলের উপস্থিতি ঘিরে সংশয় থাকার কারণে প্লে-অফের আগে শারফেন রাদারফোর্ডকে খেলার সুযোগ করে দিতে পারে KKR। পাশাপাশি, গত কয়েকটি ম্যাচে কিছুটা হলেও ফর্ম ফিরে পেয়েছেন মিচেল স্টার্ক। প্লে-অফেও তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য হবেন। তাই, রাজস্থানের বিরুদ্ধে ম্যাচটি তাঁর জন্যও পরীক্ষা হতে চলেছে।
আরও পড়ুন: ঋণ সঙ্কটের মধ্যে থাকা মলদ্বীপকে স্বস্তি দেবে চিন! IMF-এর সতর্কতার পরে বড় ঘোষণা রাষ্ট্রদূতের
তবে, IPL-এর এই মরশুম তরুণ বোলারদের মধ্যে নজর কেড়েছেন হর্ষিত রানা। KKR-এর এই বোলার পাওয়ার প্লে-র পাশাপাশি ডেথ ওভারেও বল করতে পারেন। রবিবারেও তিনি খেলবেন। এদিকে, KKR-এর হয়ে এবারের সবথেকে বেশি উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী। তিনিও রবিবার দলে থাকবেন। এর পাশাপাশি ইতিমধ্যেই ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বেশ কয়েকটি ম্যাচে নজর কেড়েছেন বৈভব অরোরা। রাজস্থানের বিরুদ্ধেও তিনি খেলবেন।
আরও পড়ুন: ভাসতে চলেছে বাংলা! বঙ্গোপসাগরে এবার গভীর নিম্নচাপ, হবে ঘূর্ণিঝড়? সামনে এল বিরাট আপডেট
রাজস্থানের বিরুদ্ধে KKR-এর টিম: সুনীল নারিন, রহমানুল্লা গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, রিঙ্কু সিং, রমনদীপ সিং, শারফেন রাদারফোর্ড, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।
ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব অরোরা।