নিউজিল্যান্ড টেস্টে রাহানের চিন্তার অবসান, বুমরাহ-শামির অনুপস্থিতিতে আগুন ঝরাবে এই প্লেয়ার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার-কে বিশ্রাম দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ব্যাটিংয়ে বিরাট কোহলি এবং রোহিত শর্মার সার্ভিস পাবে না ভারত। তাদের বদলে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন শ্রেয়স আইয়ার। কিন্তু ২০১৯ ইরানি কাপের পর ২ বছর লাল বলের ক্রিকেটে অংশগ্রহণ করা হয়নি আইয়ারের। ফলে সেই ব্যাপারটা আলাদা চাপ হিসাবে কাজ করতে পারে। থাকছেন না ভারতীয় দলের এক নম্বর এবং ফর্মে থাকা কিপার-কে রিশভ পন্থ। নিজেকে টেস্ট দলে নিয়মিত করে তোলার এটাই হয়তো শেষ সুযোগ ঋদ্ধিমান সাহা-র সামনে। স্বভাবতই মরিয়া থাকবেন তিনি মাঠে নিজের সবটা উজাড় করে দিতে। তবে সবচেয়ে বড় সমস্যা হয়তো দেখা দিতে পারে পেস বোলিং বিভাগে।

পেস বোলার জুটি যশপ্রীত বুমরা এবং মহম্মদ সামি এই টেস্ট সিরিজ চলাকালীন বিশ্রামে থাকছেন। দুজনেই টানা ক্রিকেট খেলে যাচ্ছেন। ভবিষ্যতে যাতে চোটের কবলে না পড়েন সেইজন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই দুই মুখ্য বোলারের অনুপস্থিতি ইশান্ত শর্মার সাথে জুটি বাঁধবেন কে।

Md. Siraj
Md. Siraj

এই ক্ষেত্রে ভারতীয় দল-কে ভরসা দিচ্ছে মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ার মাটিতে গত বছরের শেষদিকে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই বুমরা, সামি এবং ইশান্ত দলে থাকায় জায়গা হয়নি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে। ফলে রোজ বৌল ক্রিকেট গ্রাউন্ডে কিউয়িদের বিরুদ্ধে বোলিংয়ের সুযোগ পাননি। কিন্তু নিজের স্বল্প টেস্ট কেরিয়ারে তার যা পরিসংখ্যান তা একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়

এখনও অবধি মোট ৯ টি টেস্ট খেলে ফেলেছেন সিরাজ। এখনও অবধি তার উইকেট সংখ্যা ৩০। ইকোনমি ৩ এর সামান্য বেশি। তার বোলিং এভারেজ ২৯.৪। এছাড়া একবার ইনিংসে ৫ উইকেটও পেয়েছেন সিরাজ। সম্প্রতি চোটের জন্য ছিটকে টি টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে ছিটকে গিয়েছিলেন। এখন লাল বলের ক্রিকেটে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে মরিয়া থাকবেন তিনি।


Reetabrata Deb

সম্পর্কিত খবর