KKR নাকি RCB, IPL-এর প্রথম ম্যাচে কে করবে বাজিমাত? কেমন হবে প্লেয়িং ইলেভেন? জানুন বিস্তারিত

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL (Indian Premier League)-এর প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগামী ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে এই ম্যাচটি সম্পন্ন হবে। একদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন KKR তার হোম গ্রাউন্ডে খেলতে নামবে। অপরদিকে বিরাট কোহলির দল প্রথম ম্যাচেই লড়াই শুরু করবে। এমতাবস্থায়, এই ম্যাচটি যে অত্যন্ত উত্তেজক হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক এই দুই দলের মধ্যে কার জয়ের সম্ভাবনা রয়েছে? পাশাপাশি প্রথম ম্যাচে দুই দলের প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে?

IPL (Indian Premier League)-এর প্রথম ম্যাচে কে করবে বাজিমাত?

KKR ২৪ টি ম্যাচের মধ্যে ২০ টি জিতেছে: প্রথমে, এই দুই দলের অতীতের রেকর্ড দিয়ে শুরু করা যাক। কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখনওপর্যন্ত ৩৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে KKR ২০ টি ম্যাচ জিতেছে আর RCB জিতেছে ১৪ টি ম্যাচে। গত ৫ ম্যাচের কথা বললে, কলকাতা জিতেছে ৪ টি ম্যাচে আর বেঙ্গালুরু জিতেছে মাত্র ১ টিতে। তার মানে এইদিক থেকে এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।

Who will win the first match of the Indian Premier League?

চলতি বছরে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উভয় দলই নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে। KKR তার গত বছরের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়েছে এবং অজিঙ্কা রাহানেকে দলের নেতৃত্বের দায়িত্ব দিয়েছে। এদিকে, ফাফ ডু প্লেসিসের জায়গায় রজত পাতিদারকে অধিনায়ক নিযুক্ত করেছে RCB। জানিয়ে রাখি যে, IPL (Indian Premier League)-এর এই মরশুমে পাঞ্জাব কিংসের অধিনায়কত্ব করবেন শ্রেয়স আইয়ার। পাশাপাশি, দিল্লি ক্যাপিটালসের সহ-অধিনায়ক হবেন ফাফ ডু প্লেসিস।

কলকাতায় বড় রান হয়: ইডেন গার্ডেন্সের পিচের কথা বলতে গেলে জানাতে হয় সেখানকার পিচ ব্যাটিং ফ্রেন্ডলি। ফাস্ট বোলারদের জন্য ওই পিচে ভালো বাউন্স থাকলেও স্পিনারদের জন্য উপযুক্ত সাহায্যও রয়েছে। এই কারণে ইডেন গার্ডেন্সে সম্পন্ন হওয়া ম্যাচগুলিতে ভালো স্কোর হয়। নতুন বল যদি ফাস্ট বোলারদের সাহায্য করে সেক্ষেত্রে স্পিনারদের ওপরেও ভালো প্রভাব পড়ে। এদিকে, বল দ্রুত ব্যাটে লাগে। তাই ব্যাটাররাও রান পান। সামগ্রিকভাবে, এখানে ম্যাচগুলিতে বল ও ব্যাটের মধ্যে চমৎকার প্রতিদ্বন্দ্বিতা আশা করা যায়।

আরও পড়ুন: সাক্ষাৎ যম! মুহূর্তের মধ্যেই “শান্ত” করা যাবে চিন-পাকিস্তানকে, এবার ভারতীয় সেনার হাতে আসছে…..

পরে ব্যাটিং করা দল সুবিধে পায়: এখনও পর্যন্ত IPL (Indian Premier League)-এর ৯৩ টি ম্যাচ ইডেন গার্ডেন্সে খেলা হয়েছে। এর মধ্যে ৩৮ টি ম্যাচে প্রথমে ব্যাট করা দল জিতেছে। বাকি ৫৫ টি ম্যাচে পরে ব্যাটিং করা দল সাফল্য পেয়েছে। এই অর্থে বলা যেতে পারে যে রানা তাড়া করা দলের জয়ের সম্ভাবনা ইডেন গার্ডেন্সে বেশি থাকে।

কলকাতা নাইট রাইডার্সের প্লেয়িং ইলেভেন (সম্ভাব্য): সুনীল নারিন, কুইন্টন ডি কক, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), মণীশ পান্ডে, ভেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, স্পেন্সার জনসন ও বরুণ চক্রবর্তী।

আরও পড়ুন: ফের ফুল ফর্মে আদানি! এবার এই কোম্পানি কেনার জন্য নিচ্ছেন প্রস্তুতি, এপ্রিলেই হবে “ডিল”?

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লেয়িং ইলেভেন (সম্ভাব্য): বিরাট কোহলি, ফিল সল্ট, দেবদত্ত পাডিক্কল, রজত পাটিদার (অধিনায়ক), ক্রুনাল পাণ্ডিয়া, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, ভুবনেশ্বর কুমার, সুয়াশ শর্মা, লুঙ্গি এনগিদি ও যশ দয়াল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর